[প্রথমপাতা]

 

সংক্রান্তি এই চৈত্রে
 

অংশু মোস্তাফিজ

 

কিছু ধবল মেঘ ঐক্যবদ্ধ হয়ে
খুব কাছের আকাশ দিয়ে ভেসে
ভেসে উড়ে যায়৷
আর আমার ঘরের ছাদ আমাকে
বিচ্ছিন্ন করে৷ শাদা চুনকামের
দেয়াল সীমাবদ্ধতায় যখন অনবরত
অস্তিত্ব কাটে- আমি ভেঙ্গে যাই ক্রমশঃ৷
নস্টালজিয়া আমাকে পোড়াতে পোড়াতে
কাগজেরও ছাই পোড়ে৷
দরজা বন্ধ করে আত্মহত্যাই করতে
থাকি অবিরল৷ আমার লাখো মানুষের একজন
হয়না শুধু হুমায়রা আনজুম৷

কিছু মৌসুমী ভৌমিক অবরত বেজে যায়৷
শুক্লদাদসের মত আজকাল আর হয়না চৈত্র
সংক্রান্তি ঝড়৷
এবারের শীত দ্রত কেটে গেল গ্রীষ্মে৷
জিজ্ঞেস করে দেখো, ওরা তোমাকে দেখেছে৷
আর আমার কালো শার্টের বাম পকেটের
নিচে তোমার আমার যন্ত্রণা এঁকেছে৷
শুধুমাত্র ভালো দর্শক হতে পেরেছি৷
জীবন দিয়ে দেখেছি, খুব চারদিকে
চিতা৷ আর পঞ্চান্ন চিত্র৷

 


অংশু মোস্তাফিজ
সাংবাদিক, বগুড়া, বাংলাদেশ৷
সেলফোনঃ ০০৮৮ ০১৯১৬ ৩১৫ ৯০২
 
 

[প্রথমপাতা]

 

লেখকের অন্যান্য লেখাঃ

 

>>এক পৃষ্ঠা প্রলাপ

>>শুভ আহ্বান

>>এপিট ওপিট

>>আইনস্টাইনের গুরু

>>রুপালি বৃত্তে বিশ্বাসের বটগাছ

>>রবীন্দ্রনাথঃ পৃথিবীর আত

>>আমি

>>নিদ্রা ভঙ্গের ইতিহাস এবং ঘুমকাতুরে এই আমি

>>সুনীল দাদার তত্ত্বে আমাদের নৈমন্তিক

>>একটি একান্ত সাক্ষাত্‍কারঃ আমার কিছু প্রিয়

>>হুমায়রা আনজুম

>>অশ্রুবিন্দুঃ তোমার জন্য

>>চাষবাস

>>বেশ্যাবাড়ির এক দিদির তাশা

>>জলহীন জলযোগ

>>রুবাজি

>>অ-রাজনৈতিক 

>>শেষ সাক্ষাৎকার

>>পেশকারের টেবিলে

>>একজন আনাড়ি চিরস্থায়ী

>>ক্ষমা করো না চে

>>অ-পুরুষ

>>অহনা

>>ট্রাজেডী বাংলাদেশ ইলেভেন/ওয়ান ২০০৭: নগ্ন ফুটপাতে আশ্চর্য মালগাড়ি

>>নস্টালজিয়া ২০০৮

>>আক্রোশ এবং অবশিষ্ট