প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

শামীমা আকতার হত্যাকান্ডঃ বুধবার ভোরে হত্যা করা হয় শামীমাকে

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। মার্চ ১৩, ২০১৯ ।।

সাইতামা'য় বাংলাদেশী গৃহবধু শামীমা আকতারকে বুধবার ভোরে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার তার মৃতদেহ দেশে পাঠানোর জন্যে একটি জাপানি সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার টোকিওর ওৎসুকা মসজিদে বেলা ১টা ৩০ মিনিটে তার নামাযে জানাযার পর শুক্রবার তাকে দেশে পাঠানো হবে।

এদিকে পুলিশ জানিয়েছে নিহত শামীমা আকতারকে বুধবার ভোরে হত্যা করা হয়েছে। ঘরে দু'টি জায়নামাজ বিছানো অবস্থায় ছিলো এবং সেখানে ও তার আশেপাশে রক্তের দাগ রয়েছে। স্বামী শাহাদাত হোসেনের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, তারা ভোরে ফজরের নামাজ আদায় করেন। এরপর শামীমা গোসল শেষে হেয়ার ড্রায়ার মেশিন দিয়ে চুল শুকানোর সময় পেছন থেকে তাকে ছুরি দিয়ে আঘাত করেন শাহাদাত হোসেন। তবে কেন তিনি এ কাজ করেছেন তার কিছুই স্মরণ করতে পারছেন না। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।

কমিউনিটি নিউজ সহ ফেসবুকে ব্যপক প্রচারণার ফলে সোমবারেই শামীমা আকতারের মৃতদেহ দেশে পাঠানোর অর্থ উঠে আসে। বিভিন্ন স্থান থেকে প্রবাসীরা সহৃদয় সহযোগীতার হাত বাড়িয়ে দেন।

মৃতার ভাই রুহুল আমিন মঙ্গলবার কমিউনিটি নিউজকে জানান বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে টোকিওর ওৎসুকা মসজিদে তার নামাযে জানাযার পর শুক্রবার রাতের ফ্লাইটে লাশ দেশে পাঠানো হচ্ছে।

জানা যায়, শাহাদাত হোসেনের হাতে একটি আঘাতের কারণে তিনি কাজ করতে অক্ষম ছিলেন। জাপান সরকার তাকে একটি ভাতা প্রদান করতো। কিন্তু তার নিয়মানুযায়ী, ঘরে টিভি সহ কোনো ধরনের বিলাসী বস্তু রাখা যাবেনা, এ নিয়ে সর্বদাই তিনি উদ্বেগের মধ্যে থাকতেন। এর ফলে এক পর্যায়ে তিনি মানসিক ভারসাম্য হারান।  

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]