[প্রথমপাতা] |
জাপানের আইটি বাজারে বাংলাদেশের বিশাল সম্ভাবনা
New Page 2
রেজওয়ানুর কবির ।। নভেম্বর ১৯, ২০১৩ ।।
শুক্রবার ১৫ নভেম্বর টোকিও শেরাটন মিয়াকো হোটেলে একটি আইটি ইভেন্ট অনুষ্ঠিত
হয়। বাংলাদেশ দূতাবাস আয়োজিত ইভেন্টটিকে সহযোগিতা করে টোকিও চেম্বার অফ
কমার্স (TCCI) এবং জাপান ভিত্তিক অনেক বাংলাদেশী আইটি পেশাদার। ইভেন্টটিতে
১০০রও বেশি জাপানি আই.টি. কোম্পানি , TCCI সদস্য , বিভিন্ন জাপানি আই.টি.
সমিতি প্রতিনিধি এবং বাংলাদেশী বংশোদ্ভুত টোকিও ভিত্তিক আইটি পেশাদার
অংশগ্রহন করেন। জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন তার স্বাগত
ভাষণে আইটি সেক্টরের অসাধারণ সম্ভাবনা এবং ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে এই
সেক্টরের মাধ্যমে একটি মধ্য আয়ের দেশে পরিণত করতে সরকারের আইটি সংক্রান্ত
সংকল্প তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান বক্তা BASIS সভাপতিজ নাব শামীম আহসান,
তার উপস্থাপনার মধ্যে সে সংক্রান্ত ব্যবসার জন্য বাংলাদেশে বর্তমানে উপলব্ধ
সুযোগগুলো তুলে ধরেন। তিনি আরও উল্লেখ করেন যে বাংলাদেশ আগামী ৫ বছরের
মধ্যে আইটি ক্ষেত্রে ১ বিলিয়ন মার্কিন ডলারের সম পরিমাণ রপ্তানি সক্ষম হবে।
শামীম আহসান এর উপস্থাপনাকে সম্পূর্ণ করতে জাপানে কর্মরত বাংলাদেশি আইটি
পেশাদারদের ভূমিকা উল্লেখ করেন JTS এর আইটি প্রফেশনাল রেজওয়ানুর কবির।
মূল উপস্থাপনার পর আরও চার জন জাপানি উপস্থাপনা করেন যেখানে বাংলাদেশে
ব্যবসার বিভিন্ন দিক তুলে ধরা হয়। যারা উপস্থাপনা করেছেন তারা হলেন গুগল
জাপান এর সাবেক প্রেসিডেন্ট নরিও মুরাকামি, BNI এর সুনিচি নাকামুরা, BJIT
এর নোবুহিরো হায়াসি , BBP এর তরু ওকাজাকি। মুরাকামি উল্লেখ করেন জাপান আইটি
শিল্প একটি মালভূমিতে পৌঁছেছে বিধায় তাদের বিদেশী ব্যবসা বাড়াতে হবে এবং
বাংলাদেশ থেকে অনেক লাভবান হতে পারে। এরপর বিশিষ্ট বাংলাদেশী আইটি
পেশাদারদের অংশগ্রহনে একটি প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
শ্রোতাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর করার সময় কিউশু
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসির আহমেদ মডারেটরের ভূমিকা পালন করেন, প্যানেল
মেম্বার ছিলেন Mathworks এর ডঃ এম মেসবাউদ্দিন, ডঃ মোহাম্মদ মুকিত এবং KDDI
এর রনি সাইদুল পারভেজ। পররাষ্ট্র মন্ত্রণালয় , JICA , JETRO এবং METI থেকে
সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই ইভেন্টে। ধন্যবাদ ভোট দেন NTT'র কাজী
এনামুল হক , সমগ্র ইভেন্ট এর পরিচালনা করেন জাপানি গেমিং জায়ান্ট GREE এর
মিস নিলুফার ইয়াসমিন। ইভেন্টে BASIS এর প্রাক্তন প্রেসিডেন্ট জনাব মাহবুব
জামান উপস্থিত ছিলেন। সকল অংশ গ্রহণকারীরা পরে নিজেদের মত বিনিময়ের জন্য
রিফ্রেশমেন্ট সেগমেন্ট এ যোগদান করেন।
এ ধরণের বড় উপস্থিতি এবং উদ্দীপনাময় সফল ইভেন্ট প্রমান করে যে দূতাবাস এবং
প্রবাসী বিশেষজ্ঞদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতায় অনেক কিছুই সম্ভব। ভবিষ্যতে এই
ধরনের উদ্যোগ নিয়ে দূতাবাস ফলোআপ হিসাবে একটি B2B ইভেন্ট এর ব্যবস্থা করতে
চায়।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |
|