প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

পোস্ত দানায় ডিম এর শাহী মালাই কারি


নদী সিনা

 

উপকরণঃ

ডিম ৪ টা, পিয়াজ--১/৪ কাপ কুচি করা
আদা বাটা ১/২ চা চামচ
হলুদ এবং মরিচ গুড়ো সামান্য
পোস্ত বাটা ২ টেবিল চামচ
যেকোনো বাদাম বাটা ১ টেবিল চামচ
টমেটো মাঝারি ১ টা
চিনি ১ টেবিল চামচ
তেল ১/৪ কাপ
লবন স্বাদ মত।
কাচামরিচ ৩ টি
ফ্রেশ ক্রিম অথবা দুধ ১/৪ কাপ

প্রণালীঃ

প্রথমে ডিম ১০ মিনিট সেদ্ধ করে ছুলে নিতে হবে। পোস্ত দানা , আদা, রসুন , টমেটো এবং বাদাম এক সঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। প্যান এ তেল দিয়ে পেঁয়াজ লাল করে ব্লেন্ড করা সব মসলা দিয়ে নাড়তে হবে। এখন হলুদ মরিচ এবং লবন দিয়ে মসলা অল্প আঁচে ঢেকে দিতে হবে। আলাদা একটা প্যান এ সেদ্ধ ডিম গুলো একটু লাল করে নিতে হবে।

এইবার মসলায় ডিম গুলো দিয়ে দিতে হবে। একটু নেড়ে চিনি এবং কাঁচামরিচ দিয়ে ৫ মিনিট দমে রাখতে হবে। মসলার উপরে তেল উঠে আসলে রান্না হয়ে যাবে। এর পর নিজের পছন্দ মত পরিবেশন করুন। পোলাও, খিচুড়ী , বিরিয়ানির সাথে পোস্ত দানায় ডিম এর শাহী মালাই কারি খুব ভালো লাগে।


টোকিও ,জাপান।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]