[প্রথমপাতা]

 

এক পৃষ্ঠা প্রলাপ
 

অংশু মোস্তাফিজ

 

এতটা ভার কিভাবে নিই বলো
প্রতিদিনের দূঃসহপনা জীবনের নামে বয়৷
একটা ধবল টিকটিকি হতে চেয়েছি মাত্র
মাকড়সার দামে এ জন্ম নয়৷

আমার প্রথম পঁচিশ বেশ্যাপনার কেটে গেছে
তোমার সাথে দেখা হয়নি রুবাজি৷
তোমরা যেগুলো ভাগ্য বলে মানো
আমি খেলি ক্লান্তির বাজি৷
অস্বস্থি বলতে দু'বেলা ভাত- ক'টা সিগ্রেট
বাদে অবশিষ্ঠ৷ স্বস্থির কথা বললে
একটা জলপাই রঙ মদের বোতল৷
এখন স্পষ্টবাদী তোমরা, বলো নষ্ট৷
এই আমার কষ্ট- কিংবা একমুঠো আড়ষ্ট৷

তবে কি আত্মহুতিই দিয়েছি আমার বিগত
সব বসন্তের দিনে৷ অদুরের ব্যর্থ সঙ্গমগুলো
বুকে ধরে কেবল এগিয়েছি একটা
ধবল টিকটিকির দিকে৷
আমি আমাকে বন্ধক রেখে রুপাদের সাথে খেলেছি
অসাংবিধানিক বউছি৷ কিন্তু আমি
বিকেল শেষ করে অন্তত ঘরে ফিরতে চেয়েছিলাম৷
ঘুমোতে চেয়েছিলাম বাতিঘর নিভিয়ে৷ আমার
হয়নি৷ আমার হয়নি রুবাজি৷ শান্তির
সঙ্গোমের নামে কেবল বৃদ্ধ হয়েছি দ্রুত৷

রুবাজি, প্রিয়তমেষু, এই চোতের আসন্ন কোন
সন্ধ্যায় টিকটিকির সাথে দেহ বিনিময় হলেও
আরো ক'ফোটা বীর্য দরকার হবে আমার ৷
তোমার জন্য ওটুকুই সম্পদ সম্পত্তি৷

 


অংশু মোস্তাফিজ
সাংবাদিক, বগুড়া, বাংলাদেশ৷
সেলফোনঃ ০০৮৮ ০১৯১৬ ৩১৫ ৯০২
 
 

[প্রথমপাতা]

 

লেখকের অন্যান্য লেখাঃ

 

>>শুভ আহ্বান

>>এপিট ওপিট

>>আইনস্টাইনের গুরু

>>রুপালি বৃত্তে বিশ্বাসের বটগাছ

>>রবীন্দ্রনাথঃ পৃথিবীর আত

>>আমি

>>নিদ্রা ভঙ্গের ইতিহাস এবং ঘুমকাতুরে এই আমি

>>সুনীল দাদার তত্ত্বে আমাদের নৈমন্তিক

>>একটি একান্ত সাক্ষাত্‍কারঃ আমার কিছু প্রিয়

>>হুমায়রা আনজুম

>>অশ্রুবিন্দুঃ তোমার জন্য

>>চাষবাস

>>বেশ্যাবাড়ির এক দিদির তাশা

>>জলহীন জলযোগ

>>রুবাজি

>>অ-রাজনৈতিক 

>>শেষ সাক্ষাৎকার

>>পেশকারের টেবিলে

>>একজন আনাড়ি চিরস্থায়ী

>>ক্ষমা করো না চে

>>অ-পুরুষ

>>অহনা

>>ট্রাজেডী বাংলাদেশ ইলেভেন/ওয়ান ২০০৭: নগ্ন ফুটপাতে আশ্চর্য মালগাড়ি

>>নস্টালজিয়া ২০০৮

>>আক্রোশ এবং অবশিষ্ট