|
জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
কমিউনিটি রিপোর্ট ।। ফেব্রুয়ারি ৪, ২০১৬ ।।
গত ৩১ জানুয়ারি রোববার সন্ধ্যা ৬টায় টোকিও'র আকাবানে বিভিন্ন হলে জাতীয়
পার্টি, জাপান শাখার উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। অনুষ্ঠানে
এ উপলক্ষ্যে এক আলোচনা সভার উদ্যোগ নেয়া হয়।
জাতীয় পার্টি, জাপান শাখার সভাপতি নাবি উল্লাহ আসিফের সভাপতিত্বে আলোচনা
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনআরবি জাপান শাখার সভাপতি শহীদুর
রহমান খান হিরো, আ। লীগ নেতা এনএএইচ সলিমুল্লাহ কাজল ও মাসুদুর রহমান,
সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিমান পোদ্দার, বিশিষ্ট ব্যবসায়ি মীর মোঃ মোহসিন।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, আ. নেতা মোঃ মনির হোসেন
কর্ণেল, মোঃ সিদ্দিক প্রমুখ।
জাতীয় পার্টির পক্ষ থেকে বক্তব্য রাখেন বিরুপক্ষ বড়ুয়া বিষু, আবু জাফর মোঃ
মারুফ, কাজী কাদের, সিদ্দিকী এম এ খসরু প্রমুখ, অনুষ্ঠানটি পরিচালন করেন
মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি আসিফ; উপজেলা ব্যবস্থা
প্রবর্তনের মাধ্যমে প্রশাসনিক বিবেকেন্দ্রী করণ, জাতীয় পার্টির নতুন সভাপতি
উপজেলা কম্প্লেক্স নির্মাণ। যোগাযোগ ব্যবস্থার অভূতপুর্ণ উন্নয়ন সাধান,
জাতীয় ঔষুধ নীতি প্রণয়ন সহ সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোঃ এরশাদের প্রশাসনিক
ব্যবস্থা হুসেইন মোঃ এরশাসের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিস্তারিত
বর্ণনা তুলে ধরেন। তিনি হরতাল, ধর্মঘট ও ধ্বংসাত্বক রাজনৈতিক কর্মসূচীর
বিরুদ্ধে -জাতীয় পার্টির উদার গণতান্ত্রিক কর্মসূচীর প্রতি সকলের সহযোগিতা
ও সমর্থন কামনা করেন।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |
|