প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ  বর্তমানের কথামালা শিল্প-সাহিত্য

বাংলাদেশ কমিউনিটি

আর্কাইভ

লাইফ স্টাইল

যোগাযোগ

 

 

 

 

 

প্রকৃতির সাথে সখ্যতাঃ রওনক জাহানের একক চিত্র প্রদর্শনী

 

 

কাজী ইনসানুল হক
উপদেষ্টা সম্পাদক
কমিউনিটি নিউজ

গত শনিবার ও রোববার (মে ২৭,২৮) টোকিওর প্রানকেন্দ্র ইকেবুকুরোর মর্যাদাবান অরেঞ্জ গ্যালারি'তে আয়েজিত দু'দিন জাপান প্রবাসী রওনক জাহানের একক চিত্র প্রদর্শনীতে প্রদর্শিত ছবিগুলো দেখে জুলিয়াস সিজারের সেই বিখ্যাত উক্তিটির কথা মনে হয়েছে,"veni .vidi,vici" অর্থাৎ চিত্রকর রওনক জাহান যেন এলেন, দেখলেন, জয় করলেন।

প্রবাসের রোবোটিক যাপিত জীবনে সংসার ধর্ম পালন করে সন্তানরা যখন বড় হয়ে গেল তখন নিজের একাকীত্ব থেকে দূরে থাকতেই চিত্রকলার প্রতি আসক্তি জন্মে এবং তখন থেকেই আঁকাআঁকি।


রওনক জাহানের সরল স্বীকারাক্তি …জিরো থেকে শুরু, ইজেল,ক্যানভাস, রং কিচ্ছু জানতাম না…তারপর কেমন কেমন করে যেন হয়ে গেল।

প্রদর্শনীতে আমার আগ্রহে ও রওনক জাহানের আমন্ত্রনে জাপান প্রবাসী বিশিষ্ট চিত্রশিল্পী লিয়াকত আলী পরদিন প্রদর্শনী ঘুরে যে মন্তব্য করেন সেটা উল্লেখ না করে পারছিনা।….রওনক জাহান কোনমতেই চিত্রকলার নতুন আগন্তুক নন, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার বৈতরনী তিনি অনেক আগেই পেরিয়ে এসেছেন, রং ব্যাবহারে ও ভাবনার ক্ষেত্রে তিনি বেশ অগ্রসর। এখন রং তুলিকে ভালবেসে তার এগিয়ে যাওয়ার সময়-আমার নিরন্তর শুভকামনা তার জন্য …..।

জাপানে বাংলাদেশি চিত্রশিল্পীদের হাতেখড়ি হয় প্রয়াত মোহাম্মদ কিবরিয়াকে দিয়ে। জাপানি ওয়াশ টেকনিক প্রয়োগ করে চিরায়ত বৃত্তের বাইরে নতুন ঘরানার আঁকাউঁকি শুরু করেন তিনি। সুবিশাল স্পেসে আলোর রকমারি খেলা বাংলার ঐতিহ্য থেকে সরে না গিয়ে বৈশ্বিক আঁকিবুঁকি জাপানি শিল্পবোদ্ধাদের নজর কাড়ে। পরবর্তীতে জাপান প্রবাসী কাজী গিয়াসউদ্দীনসহ আরও কয়েকজন তাদের চিত্রকলা দিয়ে বাংলাদেশকে পরিচিত করেন। উল্লেখ্য, মৃৎ শিল্পী তাকিতার হাত ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে মৃৎ শিল্প বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে।

জাপানের শিল্পাচার্য ওকাকুরা তেনশিন জাপান-অবিভক্ত ভারতের শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অনুঘটকের কাজ করেন। পরবর্তীতে রবীন্দ্রনাথ তা অনেকটাই এগিয়ে নেন।

রওনক জাহান শুধূ চিত্রকর নন তিনি লেখেন, গান ও আবৃতিও করেন। বহুমাত্রিক প্রতিভাময়ী মানুষটির জন্য আমার শ্রদ্ধা ও ভালবাসা।

kaziensan@gmail.com

 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]