|
টোকিও বিগসাইটে তথ্য প্রযুক্তি ও গার্মেন্টস ফেয়ারে সম্ভাবনাময় “বাংলাদেশ”
কাজী ইনসানুল হক
উপদেষ্টা সম্পাদক
কমিউনিটি নিউজ
৫,৬,৭ এপ্রিল,২০২৩ এশিয়ার তথ্যপ্রযুক্তিবিদদের মিলনমেলা হিসেবে পরিচিত
জাপান আইটি উইকে এবার বাংলাদেশের অংশগ্রহন সম্ভাবনার দরজা খূলে দেবে বলেই
আশা করছি। এক বিকেলে বাংলাদেশ প্যাভিলিয়ানে কিছু সময় কাটিয়ে এবং আয়োজক
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস)
এর দূই কর্নধার রাসেল টি আহমেদ ও একেএম আহমেদুল ইসলাম বাবু সহ সংশ্লিষ্ট
অনেকের সাথে একান্ত আলাপচারিতায় অনুধাবন করছি।
অতীতের ফেয়ারগুলোতে বাংলাদেশ বেশ অপরিচিত ছিল,কিন্তু এবার মনে হলো জাপানীরা
কিছুটা আস্থা নিয়ে ভাবছে “বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যেকোনো
দেশের চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করতে ও সেবা দিতে সক্ষম। তথ্যপ্রযুক্তি
ক্ষেত্রে বাংলাদেশের রয়েছে দক্ষ জনবল”।
একই সময় বাংলাদেশ ফ্যাশন ফেয়ারে উপস্হিত বাংলাদেশের প্রতিষ্ঠানগুলির প্রতি
জাপানের আগ্রহের ঘাটতি পরিলক্ষিত হয়েছে। ফেয়ারে উপস্হিত বাংলাদেশের
প্রতিদ্বন্ধী দেশগুলোর শক্ত অবস্হানের জন্য বাংলাদেশকে আরও বেশী “পরিপূর্ন”
হয়ে জাপানের বাজার ধরতে কৌশলী হতে হবে। এক্সক্লুসিভ বাংলাদেশ ফেয়ার করার
কোন বিকল্প নেই। একই ভেনুতে মেইড ইন বাংলাদেশ ফেয়ারে বাংলাদেশের গার্মেন্টস,
চামড়াজাত আইটেম, তথ্য প্রযুক্তি, পাট ও ইন্টার্না কর্মী সরবরাহ সব কিছু এক
ছাদের নীচে।
শুধূমাত্র আমাদের দূতাবাসকে ভরসা করলে এ অর্জন কখনই সম্ভব নয়, তেমন চৌকস
ডিপ্লোম্যাট এখন জাপানে নেই। এর জন্য বাংলাদেশ গার্মেন্টস শিল্প, টেক্সটাইল
শিল্প, চামড়া শিল্প, জনশক্তি মন্ত্রণালয়ের সকলের সম্মিলিত উদ্যোগ জরুরী।
প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরে এরকম বড় কোন আয়োজনের প্রস্তাবনা চুড়ান্ত
করতে পারলে ভাল হয়।
বাংলাদেশ থেকে আগত অতিথিদের সম্মানার্থে জাপানের বাংলাদেশ চেম্বার এন্ড
কমার্স ইন্ডাস্ট্রীজ অব জাপানের দেয়া ইফতার মহফিল ও সম্বর্ধনা সভায় সবার মত
বিনিময়ে বেশ কিছু প্রস্তাবের কথাও উঠে এসেছে। একজন প্রবাসী হিসেবে এরকম
সম্ভাবনাময় বাংলাদেশের জন্য আমরা পাশে থাকার প্রতিশ্রুতি দেবো সবসময়।
kaziensan@gmail.com
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |
|