প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

প্রবাসে আমাদের দ্বিতীয় প্রজন্মঃ পাইলট রাফসান, ওলিনদের সাফল্য

 

 

কাজী ইনসানুল হক

জাপানে প্রবাসী বাংলাদেশীদের ব্যাপক শ্রম অভিবাসন শুরুটা আশির দশকে, তবে উচ্চশিক্ষায় বা বিশেষ প্রশিক্ষনে এসে এদেশে অভিবাসী হবার ঘটনা ষাট দশকের শেষ ও সত্তরের দশকেও ঘটেছে। আমাদের শ্রদ্ধেয় মুনশী আজাদ, আব্দুর রহমান, প্রয়াত ইস্কান্দার চৌধূরী,প্রয়াত আহমেদ জালাল ,এনারা বেশ আগে থেকেই জাপানে নিজেদের ঠিকানা গড়েছেন।

তুলনামূলকভাবে বেশী আয়ের অভিপ্রায়ে শ্রম অভিবাসন ১৯৮৫ সালে শুরু হয়েছিল।শিক্ষার্থী ভিসায় এসে বৈধভাবে ২০ ঘন্টা কাজ করার সুযোগ ও শিক্ষা শেষে পূর্নকালীন কাজ ও বসতি স্হাপনের সুযোগটি কাজে লাগিয়ে প্রচুর বাংলাদেশী জাপানে অভিবাসী হন। এসময় অনেকে জাপানে এসে নানা কারনে undocumented Aliens হয়ে যান, যদিও সুবিধাবন্চিত এনাদের বেশীরভাগ দেশে ফিরে যেতে বাধ্য হন এবং কিছু সংখক নানা প্রক্রিয়ায় জাপানে বৈধ হয়ে বসবাস করছেন। অনেক প্রফেশনাল আছেন যারা উচ্চ শিক্ষা বা গবেষনায় জাপানে এসে শিক্ষা শেষে জাপানী অভিবাসন প্রক্রিয়ায় জাপানে স্হায়ী হয়েছেন।

প্রথমে যারা এসেছেন তারা এখন জাপানে সিনিয়র সিটিজেন,তাদের সন্তানরা এখন চল্লিশ ছুঁই ছুঁই।এরাও বাংলাদেশীদের দ্বিতীয় প্রজন্ম। ৮৫ ও পরবর্তি সময়ে জাপানে আসা তরুন অভিবাসীরা এখন ৫০ প্লাস,কেউ কেউ ৬০ এর আশেপাশে।এনাদের সন্তানরা এখন তরুন,যুবক আমাদের প্রজন্ম।ভাল ভাল বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে এই যুবকরা জাপানের মূলধারায় নিজেদের যায়গা করে নিচ্ছেন। ডাক্তার ,ইঞ্জিনিয়ার,শিক্ষক, গবেষক, নেভাল ফোর্স,বিমান পাইলট,রেল ব্যাবস্হাপনা ও কর্পোরেট চাকরী এমনকি কম্পিটিটিভ পরীক্ষায় যোগ্য করে তারা সরকারী প্রশাসনে স্হায়ী হচ্ছেন।

প্রবাসী বাংলাদেশীদের সাফল্য তিলক পেয়েছেন শিল্পী গিয়াস উদ্দীন,তিনি জাপানের বিশেষ মর্যাদার চারুকলা শিল্পী।সাংবাদিক মঞ্জুরুল হক, জাপান বিদেশী প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট,ডক্টর শাহরিয়ার আহমেদ,জাপানী বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলাদেশী প্রেসিডেন্ট এবং জাপানের তুমুল জনপ্রিয় ফ্যাশান মডেল রোলা।

আমাদের দ্বিতীয় প্রজন্মের তরুন দূজন পাইলটকে অভিনন্দন জানাই।

গুন্মায় বসবাসরত আমাদের প্রিয় রাফাত -মুনা দম্পতির বড় ছেলে রাফসান সম্প্রতি কমার্শিয়াল পাইলটের লাইসেন্স অর্জন করেছে।

টোকিওর শিনাগাওয়ার আনোয়ার- বিউটি দম্পতির ছেলে ওলিন কমার্শিয়াল পাইলট শিক্ষার চুড়ান্ত কোর্সে এখন আমেরিকায় প্রশিক্ষণরত। দু'জনকে অভিনন্দন।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]