[প্রথমপাতা] |
ভ্যাবাচেকার পাঠ
সাইন.জুবায়ের
গত রাতে আমি সিদ্ধান্তহীন অবস্থায় ঘুমিয়ে
পড়েছিলাম
চারজন পেশাদার শববাহক আমার চারপাশে দাঁড়িয়ে
একটু কানাঘুষা করে
আমার ঘুমন্ত খাটিয়া তুলে নিলো তাদের কাঁধে
আমাকে তখন মৃতদের শবাধার চড়ে যেতে দেখেছিলাম!
ভেবেছিলাম, খুব সাহসী গলাবাজি দেই
যেন আমি জেগে যাই, আর মৃতের বাহকরা আমাকে ওপাড়ে নিতে না পারে!
আবার মনে হয়েছে, এপাড়ে কেন ফিরে আসতে চাই?
এবং অল্প চিন্তার পরে আমি খেই হারাই
অনুভূতি এমন হয়েছিলো যেন, যা হবার তাই হোক।
হঠাত আমি পড়ে যেতে দেখলাম আমাকে
শবাধার থেকে তীব্র বেগে যেন, দেড় হাজার ফুট উপর থেকে নিচে
আমাকে নিক্ষেপ করা হয়েছে!
আমি তাড়াতাড়ি করে একটা কিছু আঁকড়ে ধরার চেষ্ঠা করলাম,
নিজেকে রক্ষা করার জন্য এই পতন থেকে
কিন্তু, নিরাকার অবস্থানে এমন কিছু থাকে না
যাকে আঁকড়ে ধরা যায়, এমন কি
পানিতে ডুবন্ত কেউ যতটুকু চেষ্ঠা করতে পারে, ততটুকুও না।
অবশেষে আমার পতন নিশ্চিত হয়
আমার খাটের বাম পাশ বরাবর শক্ত টাইলসের ফ্লোরে
এবং প্রায় দেড় ফুট উপর থেকে!
এখান থেকে একটা শিক্ষা আমি পেয়েছি।
ভাল বা মন্দ এর একটা থেকে সিদ্ধান্ত নেয়া খুব জরুরী
আসলে, ভেবাচেকা অবস্থায় থাকা ঠিক না
সিদ্ধান্তহীন ব্যাক্তির
এ-পাড় ও-পাড়, আসলে কোন পাড় নেই!
[প্রথমপাতা] |
|