সাম্প্রতিক সংবাদ

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

[প্রথমপাতা]

 

 

 

আপেল এবং আম এর কাশ্মিরি আচার


নদী সিনা

 

উপকরণঃ

আপেল ৩ টা, আম ৩ টা, ভিনেগার ২ কাপ, চিনি ২ কাপ, শুকনা মরিচ ৫ টি, আদা এবং রসুন কুচি ১ চাচামচ, শুকনা মিক্সড ফ্রুটস নিজের পছন্দ মত।

প্রণালীঃ

প্রথমে নিজের পছন্দ মত টুকরা করে আম এবং আপেল ধুয়ে নিন। প্যান এ ভিনেগার দিযে আপেল এবং আম দিয়ে দিতে হবে। এর পর চিনি বাদে সব দিয়ে নাড়তে হবে। আপেল ও আম গলে আসলে চিনি দিতে হবে। চিনির পানি শুকিয়ে আঠালো ভাব হলে আচার হয়ে যাবে। এর পর নিজের পছন্দ মত কৌটায় রেখে দিন ফ্রিজে ৬ মাস এ ও নষ্ট হবে না।

নোটঃ

অবশ্যই আপেল সবুজ নিবেন। কারণ লাল আপেল বেশি নরম হয়ে যায় আর এর রং-টাও লালচে হয়ে যায়। মিক্সড ফ্রুটস আপনি চাইলে আরো বেশি দিতে পারেন। চিনি ও চাইলে আরো বাড়ানো যাবে। রান্নার সময় ভিনেগার এর অনেক জোর গন্ধ ছড়াবে। চিন্তার কিছু নেই রান্না শেষে ঠিক হয়ে যাবে।


টোকিও ,জাপান।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]