অজয় দাশগুপ্ত
কালো হরিণ চোখ
কালো মেয়ের কালো হরিণ চোখে
চোখ রেখেছে বহুজাতিক চোখ
ও মেয়ে তোর দু;খ আছে জানিস
আগাম আমি জানিয়ে রাখি শোক।
প্রশংসা নয়, ঘরে ঢোকার ছল
তোর লাবন্য বোঝে ঘোড়ার ডিম
ওদের কাজতো পন্য বেচা কেনা
ওর ঝুলিতে স্নো পাউডার ক্রিম।
ভারতজুড়ে কত মায়ার মুখ
মধুবালা নার্গিস, কি সুচিত্রা সেন
বিশ্বখেতাব পায়নি তারা কেউ
কারণ তখন ছিলনা লেনদেন
কোটি টাকার মানুষ যখন
জন্মে হাজার হাজার
বছর বছর বিশ্ব সেরা
ধরতে হবে বাজার
গন্ধসাবান ফেস পাউডার
যখন হাতে হাতে
মুখ ফিরিয়ে বহুজাতিক
তখন আফ্রিকাতে
ধীরে ধীরে তুলছে মাথা
পদ্মাপাড়ের লোক
বহুজাতিক খুঁজছে তখন
কালো হরিণ চোখ
ও মেয়ে তুই ঘরে থাকিস
বঙ্গ দেশের নারী
সুযোগ পেলেই বহুজাতিক
উড়িয়ে নেবে শাড়ী
ও বেনিয়া মাধুরী নয়
নগদ পাবার লোভে
কালো মেয়ের আঁচল টেনে
নামাবে উৎসবে
শ্যামল দেশের কালো মেয়ে
তোর কি আছে জাত?
তোর দু চোখে চোখ রেখেছেন
যে রবীন্দ্রনাথ
তাঁকেও তারা পন্য বানায়
ব্যবসা করার ঝোঁকে
কালো হরিণ চোখ দিসনা
বহু জাতিক চোখে
আকাশ দেবে কপালে টিপ
জোসনা দু চোখ বেয়ে
তুই আমাদের চোখের মনি
ওরে কালো মেয়ে
তুই আমাদের মায়ের মত
তুই হবিনা পন্য
বহুজাতিক ফাঁদ পেতেছে
বহুজাতিক বন্য।।
|