অজয় দাশ গুপ্ত'র কবিতা-৮
বাঁশখালি থেকে গাইবান্ধা
একজন ও কি নাই বান্ধা?
গাইবান্ধা থেকে বাঁশখালি
মানুষ কোথায় বাঁশ খালি
ছোট হতে হতে আশার বৃত্ত
ছুঁয়ে যাচ্ছে বিন্দুকে
কুড়ি বছরের পর নাকি আর
পাওয়া যাবে না হিন্দু কে
ধরে ই নিলাম ওপরে পালাবে
রাম শ্যাম যত রঘু
কোথায় যাবেন চেতনায় যারা
এ দেশে সংখ্যালঘু?
মুক্ত মনের মানুষ কি আর
বন্দী হবেন বোতলে
তাদের ও জীবন শেষ হয়ে যাবে
মৌলবাদের কোতলে
এভাবে তবে দেশ হয়ে যাবে
ভালো মুসলিম শুন্য
হিন্দু ও নেই মুসলিম ও নেই
নেই পাপ শুধু পূন্য
হিন্দু পালাবে মুসলিম ও যাবে
পালবেন যীশু বুদ্ধ
পোড়ামাটি জুড়ে থাকবে কাহারা?
এই কি মুক্তিযুদ্ধ
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |