অজয় দাশগুপ্ত
রবীন্দ্রনাথ আপনি কোথায়?
আবার একবার আসুন
শিলাইদহে'র শান্তি পারাবারে , গগন ডাক হরকরার দেশে
যেখানে জ্বলছে তুষের আগুন.
গগনে গরজে মেঘ নাহি বরষা
"আমি কোথায় পাবো তারে" ? কে দেবে বলুন আজ ক্ষীণ ভরসা
সেই যে রুখে দাঁড়িয়েছিলেন জালিওয়ানায়ালা বাগে
এখন থাকলে কুটি কুটি করে কবিতা ভাসাতেন রাগে
খুনের তপ্ত ধারায় এদেশে ফুটছে আজ সন্দেহ প্রসূন
রিক্ততার বক্ষ ভেদী আবার আসুন.
না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ ?
সমস্ত হৃদয় জুড়ে দহন. মনস্তাপ
তবু দেখুন শান্তি নামে জলভরা মেঘের বাঁকে বাঁকে
কোথায় আছেন রবীন্দ্রনাথ এই পাগলা বৈশাখে?
আবার এলে পরে হয়তো শোধ হবে জীবনের ঋণ
এমন মৃতের দেশে অমৃত কুম্ভের কবি, শুভ জন্মদিন
|