তুমি
তুমি কি আমার মুখরা নদী, তুমি কি আমার মৌন
তুমি কি আমার সর্বংসহা তুমি কি আমার গৌণ?
তুমি কি আমার ভুলে রেখে দেয়া দেরাজের কোন ছবি
তুমি কি আমার মেঘমল্লার সকালের ভৈরবী?
তুমি কি আমার কাজলের কালি করুণার ভাঁজে ভাঁজে?
লাগবেনা জেনে চিঠি ছুঁড়ে মারা অকারণ আন্দাজে
তুমি কি আমার কবিতা প্রথম? কঠিন হরফে গদ্য
রক্ত ঝরানো যৌবন তুমি স্নানঘর অনবদ্য?
তুমি কি আমার চাকরী পাবার গৌরব অনুভূতি?
মিলনপিয়াসী কামাতুর মন অগ্নি আত্মাহুতি
তুমি কি আমার দেয়াল আমার দেয়ালের মুখরতা?
মধ্যরাতের অশ্বারোহীর নিদারুণ ব্যর্থতা
তুমি কি আমার পাহাড় দেখা? তুমি কি সাগর স্রোতা?
তোমাতে মিশেছে আমার শব্দ , শাব্দিক নীরবতা?
তুমি কি আমার ছোটৃ আকাশ চাঁদ মুখো কোন নাভি
তুমি কি আমার জানালার মেঘ ভুল দরজার চাবি?
তুমি কি আমার দয়িতা আমার গভীর গোপন হিয়া
তুমি কি আমার নিলর্জ্জ প্রেম উজ্জ্বল পরকীয়া?
তুমি কি আমার সদর দরজা প্রেমময় চোরা গলি
তুমি কি আমার অপরাহ্নের প্রসন্ন পদাবলী
রৌদ্রদগ্ধ দিনান্তে তুমি জলভেজা কেতকিনী?
কে তুমি আমার কে তুমি প্রিয় আমি কি তোমাকে চিনি???
|