অজয়
দাশগুপ্ত
দাঁড়কাক
হয়তো আমার ই ভুল, বর্ণ নিজেই ছিল বর্ণনা কাতর
আমি ভাবি খরস্রোতা নদী, নদী ভাবে মুখবন্ধে নিষিদ্ধ পাথর
চলে যেতে যেতে বলেছিলে: "থাক এখানেই দাঁড়িয়ে থাক"
টেলিগ্রাফ তারে ঝুলে আছি সেই থেকে একাকী দাঁড়কাক
তোমার যাবার দৃশ্য মেঘময় ক্যামেরায় করেছিল ক্লিক
ভাসতে ভাসতে গেলে, দেখলেনা মাঠ জুড়ে একটি শালিক
সেই থেকে মানুষেরা জানে একশালিক নিরানন্দময়
প্রেমিকের সাথে যাওয়া যমজ শালিক মানে জয়
তিনটি শালিক এলো বহুকাল পর, আমার উঠোনে
ডাকঘর উঠে গেছে, চিঠি ও ইতিহাস, হয়ে গেছে ততদিনে
এখন সময় দ্রুত ,উপদ্রুত মানুষের ঘড়ির সময়
হাই হ্যালো এড আর ডিলিটে খুব জোর মত বিনিময়
কাতরতা প্রেম নয় , স্পর্শ সুখ কিংবা দূরের অনুভূতি
কবে চলে গেছে। বাক্স বন্দী বাক্য আজ কামের আরতি
শালিক শালিক নয় , তারে বসে ভেজেনা কোন দাঁড়কাক
যা কিছু ধ্রুপদী ছিল পুরণো সে দিনগুলো ভারী হয়ে থাক
হয়তো আমার ই ভুল, তুমি নও, তোমার ভেতর অন্য কেউ
সন্ধ্যার নীরব জলে পাথর ছুঁড়ে তুলে আনে ঢেউ
আমি নই আমার ভেতর কাঁদে আগুণের পরশ পাথর
কবে উড়ে গেছে দাঁড়কাক, পেয়ে গেছে প্রেমময় ঘর।
|