অজয় দাশগুপ্ত
ফিরোজা বেগম
আজ আকাশের মন ভালো নেই , কোথাও অনন্ত নিখিলে
ফিরোজা গিয়েছে মিশে নীলিমার ঘন ঘোর নীলে
সে এক আশ্চর্য রঙের নাম , সে এক মায়াময় দ্যুতি
কন্ঠে যার প্রেম পায় অপরুপ সুরের আকুতি
বেদনাও পেয়েছিল তাহার নিজের স্হান পরিপাটি ভাঁজে
গীত শেষে এই দেশে, ফিরোজা ও পড়ে ছিল স্মৃতি ধুলি মাঝে
জন্ম জন্মান্তরে জন্মাবেনা জেনে মায়াবী সে কন্ঠময়ী সুধা
তানপুরার তারের মত যত্ন করে রেখেছে বসুধা
বাজে, ঘন শ্রাবনে, আশ্বিনে, মেঘের মৃদঙ্গ হয়ে বাজে
আহা! আজ প্রকৃতির ও
মন লাগেনি কোন কাজে
যেদিন বিরহী দিন সেদিন কান্না হীন বাস্প হয়ে ধায়
আজ মেঘ মিশে গেছে জল হয়ে কোন এক গানে ফিরোজায়।
আজ গানের মন ভালো নেই, আজ সুরের চোখেও দেখি জল
ঘরে ঘরে নজরুল খুলছেন আজ ফিরোজা আগল।
|