অজয় দাশগুপ্ত
ধাত্রী
ধাত্রী তোমার পাত্র মেলে ধরবে ?
মেঘ জমেছে, এখন আমার চোখের পানি ঝরবে
সারা বিকেল কাটলো কেমন অজানা উদ্বেগে
সন্ধ্যা আমার জড়িয়ে আছে অসহিষ্ণু মেঘে
আকাশ জানে বুকের তলায় কি গিয়েছে খোয়া
ধাত্রী মাথায় হাত বুলাবে? হাতের নামে দোয়া
শব্দ গেছে নির্বাসনে কলম আমার মূক
হৃদয় তবু বলার জন্যে অযথা উন্মুখ
বলার কথা ফুরিয়ে গিয়ে উড়িয়ে নিল নীলে
সময় হলেই আসবে এমন নিজেই বলেছিলে
সকাল দুপুর গড়িয়ে জীবন আছে বিকেল বেলায়
অপেক্ষা না মজে আছি তোমার মায়ার খেলায়?
নির্মল কর মঙ্গল করে , কখন তুমি করবে?
ধাত্রী আমি কঠিন এখন চোখের পানি ঝরবে
|