[প্রথমপাতা] |
বৃষ্টি ধোয়া
নাসিম হায়দার কল্লোল
পাহাড় ঢালের গা ঘেঁসে
উঠছে ছোট ঝোপ
সাঁঝের বেলায়
বৃষ্টি গেছে থেমে
হাসছে ধোয়া রোদ
পাহাড় ঢালের গা ঘেঁসে
ছোট্ট একটি গ্রাম
কাদামাটির পথ
সবুজ ক্ষেতখামার
নিভু নিভু আলো
করছে যে দূর কালো
সূর্য যাচ্ছে পটে
রংধনুর রং
সোনালী সেই বিকেল
বৃষ্টি ধোয়া আকাশ
ভেজা ভেজা বাতাস
এমন দিনে যদি
থাকতে আমার পাশে
তোমার কোমল হাত
রাখতে আমার হাতে
রইতে চুপটি করে
আমিও করে চুপ
দেখবো শুধু স্বপ্ন
দেখবো শুধু সুখ।
[প্রথমপাতা] |
|