@
[প্রথমপাতা] |
@
পরিবর্তন
@
নাসিম হায়দার কল্লোল
দুর্দান্ত মেয়েটি রোজ আসতো সাইকেলে
বলত আমার এটাই ভালো
প্রথমে ভাবতাম কি অদ্ভুত
পরে ভাবলাম কেমন স্বাধীন
এরপর আর দেখা নেই
কেটে গেল অনেক বছর
হঠাৎ আবার দেখা-
এবার সে ফ্যাশান ডিজাইনার
বল্ল, ওই যে মালিবাগের অমুক
শোরুম ওটাই আমার,
আরো আছে ফার্মগেট ইত্যাদি স্থানে
বল্লাম, আজকাল বেশ করছ
কেবল কিসের বিরহে বিয়ে করোনি
হাসলো শুধু
আবার অনেক বছর গেলো কেটে
এখন দেখি সে কবি
আছে কানাডায়!
এক অনলাইন পত্রিকার
সম্পাদক সে, অনেকেই চেনে
পনেরো বছর হবে, হ্যাঁ ঠিক তাই
সে অনেক বদলে গেছে
শুধু বদলায়নি তার ছেলেমানুষি
আর সে কেন যেন আজও
করেনি বিয়ে!
[প্রথমপাতা] |
|