[প্রথমপাতা]

 

পাহাড়ি বন
 

নাসিম হায়দার কল্লোল

পাহাড় জুড়ে গহীন বন
আলো নেই থম থম
গাছের আড়ে লুকিয়ে আছে
কে জানে কোন জন।

বাইরে থেকে যায়না দেখা
কেউ কখনো যায়না সেথা
বনের বাতাস ঘুরে ঘুরে
বন পাহাড়ের বুকটি চিড়ে
দেখে আসেন বিজন বন
সবুজ রঙা নিরাভরণ।

পাহাড়ি মেয়ে গাছের বসন
জড়িয়ে তাকে পবন মন 

 

[প্রথমপাতা]

 

 

লেখকের অন্যান্য লেখাঃ

 

>>পথটা কোথায় গেছে?

>>পুরোনো গাড়ি

>>নীড়হীন

>>বৃষ্টির মেঘ 

>>পরিবর্তন