[প্রথমপাতা] |
বৃষ্টির মেঘ
নাসিম হায়দার কল্লোল
বর্ষার এই রিমঝিম পড়ন্ত বেলায়
অনিরুদ্ধ কবিতা গুলো যেন
উঠে আসছে বুক চিড়ে
সেই কবে তোমায় দেখেছিলাম
এমনই বৃষ্টি ভেজা বিকেলে
জড়সড় আর ঠান্ডা
আমার গা ঘেঁষে
মুহূর্তগুলো যেন ছিলো রকেট
কিন্তু সময়টা যেন স্থির
আজও সেই ঠান্ডা ছোঁয়া-
বৃষ্টির ফোঁটায় ভেজা
তোমার রঙিন ওড়না
যেন শিশির ফোটা রাঙা গোলাপ ফুল।
সেদিন চাইতুম-
জীবনটা যেন এমন রঙিন হয়
সারা জীবন।
এমন বিকেল, এমন স্পর্শ, এমন সময়
ভরে দিক তপ্ত এ বুক।
আজো বৃষ্টি ঝরে অশ্রুর ফোঁটায় ফোঁটায়
শেষ বিকেলের সেই তুমি আজ আছো কোথায়
গগন গগন দূর সে বহুদূর
নক্সীকাঁথায় বোনা সে স্বপ্ন
ভেঙে হলো সব চুর।
[প্রথমপাতা] |
|