[প্রথমপাতা]

 

নীড়হীন
 

নাসিম হায়দার কল্লোল

উড়ছে ধুলি কুয়াশা ঢাকা
আকাশে মেঘের ঘনঘটা
এখুনি আসবে ঝড়

পাখিগুলো সব নীড়ে
গেছে ফিরে
শুধু নীড়
নেইকো আমার

 

[প্রথমপাতা]

 

 

লেখকের অন্যান্য লেখাঃ

 

>>বৃষ্টির মেঘ 

>>পরিবর্তন