[প্রথমপাতা] |
পথটা কোথায় গেছে?
নাসিম হায়দার কল্লোল
ধুসর মাঠের কোন ঘেঁসে
পথটা কোথায় গেছে,
মেঘ ঢাকা কোন প্রান্তরে
কোথায় হারিয়ে গেছে?
মেঘ ঢাকা ছাই আকাশটায়
দুটি পাখি পাক খায়
কী বলছে তারা?
আকাশে
মাঝে
বাঁধন হারা।।
অনেক অনেক দূরে
ছোট ছোট গ্রাম
অল্প অল্প আলো
হয়না যে দূর কালো
অন্ধকারের রাতে
চিত্রকরের পটে
লেপ্টে থাকে ক্যানভাসে
দেখতে তাকে পথ আসে।
[প্রথমপাতা] |
|