[প্রথমপাতা]

 

 

বুড়ো স্টেশন
 

নাসিম হায়দার কল্লোল

পুরোনো সেই স্টেশন
একটি দু'টি লোক
অনেক গভীর রাত
অপেক্ষার প্রহর
আসবে কখন ট্রেন
ফিরবে সবাই ঘরে
রইবে শুধ স্টেশন
অন্ধকারে ঠায়

হালকা হালকা আলো
লাল-সবুজ সিগনাল
মাইকে অ্যানাউন্সমেন্ট
ট্রেন আসতে বাকী
কোথায় গেছে জোড়া দুটি লাইন
অন্ধকারে মিশে!

একাকী স্টেশন
ঝিমোয় বসে বসে
আজ ক'জন এলো?
দেখে হিসেব কষে।

এম্নি করে করে
গেছে অনেক বছর
রোজই একই রুটিন
ছুটির দিনে ট্রেন
আসবে দেরি করে

ঝিমোনো সেই স্টেশন
ভেঙে গেছে কিনার
বড় হলো শহর
সেই ছোট্ট মেয়ে
এখন সেও মা
মেয়ের হাতটি ধরে
যায় সে কত দূরে।
এসব গুনে গুনেই
সময় কাটায়
অজানা সেই স্টেশন 

 

[প্রথমপাতা]

 

 

লেখকের অন্যান্য লেখাঃ

 

>>পাহাড়ি বন

>>পথটা কোথায় গেছে?

>>পুরোনো গাড়ি

>>নীড়হীন

>>বৃষ্টির মেঘ 

>>পরিবর্তন