প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

উষ্ণতার ব্যাকরণ
 
 

-আকাশ মামুন-


শীত জানে উষ্ণতার ব্যাকরণ
পশমি আভরণে চলে নিগুঢ় পঠনপাঠন।
রসবতী খেজুর গাছ দাড়িয়ে আছে
কেবল গাছিই জানে তার কতটা উষ্ণতা প্রয়োজন।
আমিও গাছি হতে চাই, হে পৌষের খেজুর গাছ
অভিমান ভেঙ্গে খুল তোমার আভরণ।

শুকিয়ে আসা জলে টিকটিক করে বাজে
মাৎস কন্যাদের মৃত্যু সংবাদ।
গৃহিনীর ঘুমক চালে চলে মসলা পেষার ধুম
কর্তা আঙ্গুলে চেটে নিবে মাছের ঝুলের স্বাদ ।
পুয়াতি কী ছানা মাছ হলো চুলোয় যাক
কর্তার ঝুলের স্বাদ চাই বাকি সব হোক বরবাদ ।

অবহেলা আর উপেক্ষায় খুব বেড়েছে ঋণ
এক জীবনে শোধ কী হবে ঋণ খেলাপীর দেনা ?
হিসেব না হয় থাক না তোলা
এবার শীতে ওমের দামে মিটিয়ো কিছু পানা ।
চল গোপন কোন তিলের টানে বিভোর হই
বাড়ুক না হয় আরও কিছু দেনা ।
 


 

 

ARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]

 

 

 

লেখকের আগের লেখাঃ