[প্রথমপাতা]

 

 

 

পাগলা ঘোড়া
 
 

-আকাশ মামুন-


কেন জানি মন চায় পাগলা ঘোড়া হতে
বসিকরণ তাবিজ তবু বস না মেনে
লাল নিশান উড়িয়ে দ্বিগি¦দিক ছুটে
পৃথিবীর ও প্রান্তে অশ্রান্ত ঘুরতে।
ধেই ধেই করে নেচে হোয়াইট হাউজে
প্রতিবাদী জনতার জমায়েত গড়তে।
সিগারেটের আগুনে ঠিক তখনই
একটা স্ফুলিঙ্গ নিয়ে পৃথিবীতে লাগাতে
তারপর বৃষ্টিতে, আকন্ঠ ভিজবে
অতঃপর জুম চাষ
নেড়া পৃথিবী তখন সবুজে ছেয়ে যাবে
কোন এক বিঝু কিবা বৈসাবী উৎসবে
জলকেলি নৃত্য দেখে জুড়াবো মরা চোখ
জানি তখন নাড়িতে থাকবে না স্পন্দন
শুধু সাদা চোখ মেলে রইবো অপলক

পাগলাটে ঘোড়া চাই যাকে পোষ মানাব
জানিনা এমন ঘোড়া পৃথিবীতে আছে কিনা
তাকে আমি ছোলা নয়, গম খেসারি নয়
ইউরেনিয়াম আর বারুদ খাওয়াবো।


 

 

ARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]

 

 

 

লেখকের আগের লেখাঃ