প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

রাখীবন্ধন
 
 

-আকাশ মামুন-


আমি ছাড়া আমার কোন গচ্ছিত সম্পদ নেই,
নেই প্রভাব-প্রতিপত্তি, বাড়ী-গাড়ী
অর্থনৈতিক মন্দা আর দারিদ্রের দুষ্টচক্রে
অবশিষ্ট আছে শুধু কর্মঠ হাত দুটি,
আর আছে একটা উন্মুক্ত বিশাল হৃদয়
যার বীণায় কম্পন তোলে তোমার পদধ্বনি,
যদি ভালবাসা পাই, তবে সে কম্পন হবে
মুর্ছায়িত সুরের কোন অজয় কাহিনী।
সবুজের আভরণে যে সুর বাজে দেহের ভাঁজে
দাও যদি সে সুর আমি দেব তাল,
সুর আর তাল ছাড়া শিখিনি কিছু বলে,
জমার খাতা শুন্যই থেকে গেছে চিরকাল।
যদি আসত বেহৃদয়ের সিংহাসনে তোমাকে বসাব
তুমি হবে রাণী আর আমি হব প্রজা,
দক্ষ কৃষকের মত নিপুন হাতে বার মাস দেব চাষ
কবোষ্ণ দেহ হাতড়ে পাবে বিশ্বাসের দরোজা।
উপঢউকন আনব দু'হাত ভরে বেঁচে দিনের কিরণ
বিভাবরী প্রিয়তোমার অধরে রাখব চুম্বন প্রগাঢ়
রাতের আলোটুকু বেচে আনব ভালবাসা অকৃপণ
রোদেলা দেবী ধরবে এ হাত,রাখী বন্ধনে জড়াব।


 

 

ARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]

 

 

 

লেখকের আগের লেখাঃ