[প্রথমপাতা]
|
মিছিলে এসো
-আকাশ মামুন-
এই প্রতাপ যৌবন বসিকরণ তাবিজে বস মানবে
তখন মায়াহরিণী ধ্বমনীতে জাগাবে না আকিঞ্চন
তার চেয়ে বরং হরিণী শাবক ফেলে মিছিলে এসো
কৃষœচুড়ার লাল ভাগাভাগি করে নিয়ে গড়ি বন্ধন
এই শোভন যৌবন শুধু কি তবে নাচবে প্রার্থনায়
পূর্ব পুরুষের নাম শুধু পুজো করে যাব ভেবে ভগবান
রটবে যে বদনাম বীর্যহীন পরুষ অপবাদ নিয়ে
কাপুরুষচিত জন্ম ইতিহাসে রয়ে যাবো ¤্রয়িমান
ওয়াল স্টিট আর তাহরি স্কয়ারের যৌবন মেখে
যুধিষ্ঠি জনতার প্রথা বিরোধী চৈতালি মিছিলে এসো
কোন দাসখত নয়, কোন আপোষ নয়, নয় কোন ছাড়
গণহত্যা চত্তরে অনিয়ম অদক্ষতার কবর দেব।
আলোচনা আর নয়, লাথিমারি সে দুয়ারে সহ¯্র বার
বন্ধ যেই দুয়ার বাড়িয়েছে সব অযুথ ব্যবধান
সময় ক্ষেপন করা ধুয়াশার আলোচনা আর নয়
যা কিছু হবার হোক ,মিছিলে-স্লোগানেই হোক সমাধান
ভালবেসে যতœ করে মেহেদি দিয়েছিলাম যে হাতে তোমার
সেই হাতে রেখে যাব উদ্ধত অস্ত্রের রক্ত স্মৃতি
যে স্মৃতি ভৃতি নয়, সব লাল গোলাপকে হার মানিয়ে
নিজেই হয়ে উঠবে রক্ত লাল সুস্মিতা অগ্নি গোলাপ
ARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |
লেখকের আগের লেখাঃ
|