প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

 

 

বর্ণহীন ঈদ এবং জাপানের স্থবিরতা

 

 


ঈদ আমাদের জীবনে আনন্দ উচ্ছ্বাস আর উৎসবের বার্তা নিয়ে হাজির হয় । ঈদ বড়দের কাছে দেয়ার আনন্দ, ছোটদের কাছে পাওয়ার আনন্দ, শিশু-কিশোরদের কাছে প্রতিযোগিতা আর নতুনত্বের আনন্দ । ঈদে নতুন কাপড় কেনা, গরু-ছাগলের হাটে ঘুরে বেড়ানো, গরু-ছাগলের হাঁকডাক আর কোলাহলের মধ্যে ক্রেতা-বিক্রেতার ভিড় ঠেলে পছন্দের গরু-ছাগল কিনে বাড়ী ফেরা, ফিরতি পথে গরু-ছাগলের দাম বলার গর্বিত সুখানন্দ । ঈদের সকালে কোরবানির গরু-ছাগলকে গোসল করানো, নিজে গোসল শেষে নতুন জামা পড়ে খুশবু মাখিয়ে বাড়ীর বড়দের সালাম করে সেমাই/পায়েস খেয়ে ঈদগাহে যাওয়া, নামাজ শেষে কোলাকুলি এবং ফিরতি পথে কবরস্থ স্বজনদের স্মৃতিময় আত্মার সাথে কিছুটা সময় কাটিয়ে বাড়ী ফিরে হুজুর দিয়ে গরু জবাই করা, মাংশ বিলাতে পাড়া মহল্লার এ-বাড়ী ও-বাড়ী ঘুড়ে বেড়ানো, দিনময় হইহুল্লোড় করে মাতিয়ে বেড়ানো, দিন শেষে সবাই বসে টিভিতে ঈদের আনন্দানুষ্ঠান উপভোগ, সবই ঈদ আনন্দ ।

প্রবাস জীবনে ঈদ এতোটা বর্ণিল এবং আনন্দময় হয়ে ধরা দেয় না । জাপানে ঈদের দিন সরকারী ছুটি না থাকায় ইচ্ছা থাকলেও সবার পক্ষে ঈদের নামাজে শরিক হওয়া সম্ভব হয় না । তবে কাজ শেষে সবাই ঈদের বিশেষ খাবার তৈরী করে প্রতিবেশী বন্ধুবান্ধব সহ আড্ডায় মাতেন । তাছাড়া ঈদের দিন নিকটাত্মীয় এবং বন্ধুবান্ধবের সাথে ফোনালাপে খুঁজে নেন ঈদ আনন্দ । অতীতের স্মৃতিময় ঈদ আনন্দ সবাইকে তাড়িত করে দেশে ফিরে স্বপ্নিল ঈদ উদযাপনের । এই বৎসর করোনা আতন্ক দুইটি ঈদকে করেছে নিরানন্দ । প্রতিবেসীর বাসায় যাতায়াত এবং আড্ডা বাদ দিয়ে প্রায় সবাই নিজস্ব ঘরে শুয়ে বসে কাটিয়েছেন আর মসজিদে নামাজির সংখ্যাও ছিল কম ।

শুধু ঈদ নয়, করোনা আতন্কের প্রভাব পড়েছে জাপান প্রবাসীদের বহুল আকাঙ্ক্ষিত মিলনমেলা খ্যাত বৈশাখী মেলা এবং জাপানিজদের ইতিহাস ঐতিহ্যের স্মারক হানামি'র (সাকুরা উৎসব) ওপর, সবই বাতিল করতে হয়েছিল । তাছাড়া সম্প্রতি আবারো করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় অগাষ্ট মাসে অনুষ্ঠিতব্য বিভিন্ন পাড়া-মহল্লার ঐতিহাসিক মাৎসুরি (উৎসব) এবং ব্যাপক পরিসরে আয়োজিত হানাবি (আকাশে অগ্নিরশ্মির বর্ণিল বিস্ফোরণ-আতশবাজি) সমূহ হচ্ছে না । মৌসুমী পিকনিক স্পট সমূহ করোনা নিয়ন্ত্রণে পালিত নিয়মকানুনের ভেড়াজালে স্থবির প্রায় । বৈশ্বিক মহামারি করোনা আজ মানব সভ্যতাকে করেছে প্রাণহীন, স্থবির, নির্জীব, নিথর এবং আতন্কিত । জানিনা, আমরা কবে কীভাবে ফিরে পাব করোনা মুক্ত আনন্দময় স্বাভাবিক বিশ্ব ।
 


মোঃ মহিউদ্দিন মজুমদার মাসুম
ওয়ারাবি,সাইতামা,জাপান।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

[প্রথমপাতা]

 

 

লেখকের আগের লেখাঃ