প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

 

অস্পষ্ট কষ্ট

-মঈনুল ইসলাম মিল্টন-
 


বুক জ্বলে যায় , বুক জ্বলে যায়, বুকের মাঝে কি?

বুকের মাঝে হাজার মণের পাথর বেঁধেছি ।

বুকের ভেতর কৃষ্ণ নদী

উথাল-পাথাল ঢেউ

বুকের কষ্ট বুকে থাকে

দেখেনা তা কেউ ।

একটি বুকের ব্যথা নেবে, একটি বুকের কষ্ট ?

বুকের ভেতর সকল কথা কেন যেন আজ অস্পষ্ট ।

বুকের ভেতর কথা ছিল, ছিল হাসি গান

সকল কিছু কেঁড়ে নিল -নিঠুর ভগবান ।
 

 

ARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]

 

 

 

লেখকের আগের লেখাঃ