প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

 

তুমি এলে তখন
 


-মঈনুল ইসলাম মিল্টন-
 

 

Image result for End of the day painting

তুমি এলে তখন, যখন গাছের পাতায়

হলদে রঙের বিষাদের বিচ্ছুরণ ।

তুমি এলে তখন, যখন ফুল ঝরে পড়ার সময়,

যখন নদীতে ভাটার টান, মনের গভীরে সর্বদা
হু হু বিষণ্ণ বাতাস ।

তুমি এলে তখন ,যখন সারদের তারে তারে বাজে
রাগিণী রোদন ।

আতশবাজী যখন স্ব-গর্বে, আকাশ রঙীন করে
উপরে উঠে চিরতরে নিভে যায়,
তখন তুমি এলে ।
তুমি তখন এলে যখন ক্ষণজন্মা
ঝিঁঝিঁর কান্না থেমে যায় ।
তুমি আমার উত্থানের সময় এলে না,
তুমি এলে আমার পতনের সময়
যখন ম্লান মুখে দাঁড়িয়ে সন্ধ্যামালতী ।

তুমি এলে তখন, যখন মেলা ভেঙ্গে গেছে
যখন ঘরে ফেরার পালা
যখন সুনসান নিঃস্তব্দ নিরবতা ।

তুমি এলে যখন ,আমি যেন তখন
এক তেজহীন ডুবন্ত সূর্য সম
তুমি এলে এমনি এক আঁধার ক্রান্তিকালে ।

তুমি এলে যখন,ঝাপসা চোখে দেখার
চেষ্টা করি তোমার মুখ, অবয়ব,
বারবার, বেশ কয়েকবার ।
 

 

ARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]

 

 

 

লেখকের আগের লেখাঃ