তুমি এলে তখন
-মঈনুল ইসলাম মিল্টন-
তুমি এলে তখন, যখন গাছের পাতায়
হলদে রঙের বিষাদের বিচ্ছুরণ ।
তুমি এলে তখন, যখন ফুল ঝরে পড়ার সময়,
যখন নদীতে ভাটার টান, মনের গভীরে সর্বদা
হু হু বিষণ্ণ বাতাস ।
তুমি এলে তখন ,যখন সারদের তারে তারে বাজে
রাগিণী রোদন ।
আতশবাজী যখন স্ব-গর্বে, আকাশ রঙীন করে
উপরে উঠে চিরতরে নিভে যায়,
তখন তুমি এলে ।
তুমি তখন এলে যখন ক্ষণজন্মা
ঝিঁঝিঁর কান্না থেমে যায় ।
তুমি আমার উত্থানের সময় এলে না,
তুমি এলে আমার পতনের সময়
যখন ম্লান মুখে দাঁড়িয়ে সন্ধ্যামালতী ।
তুমি এলে তখন, যখন মেলা ভেঙ্গে গেছে
যখন ঘরে ফেরার পালা
যখন সুনসান নিঃস্তব্দ নিরবতা ।
তুমি এলে যখন ,আমি যেন তখন
এক তেজহীন ডুবন্ত সূর্য সম
তুমি এলে এমনি এক আঁধার ক্রান্তিকালে ।
তুমি এলে যখন,ঝাপসা চোখে দেখার
চেষ্টা করি তোমার মুখ, অবয়ব,
বারবার, বেশ কয়েকবার ।
|