তোমার বুকে সাঁতার কাটি
-মঈনুল ইসলাম মিল্টন-
লপট ঝপট, ঝপট লপট তোমার বুকে সাঁতার কাটি
আমার সুখে তুমি ভাসো, তোমার সুখে আমি হাসি
লপট ঝপট, ঝপট-লপট তোমার বুকে সাঁতার কাটি
আনন্দ আর উদ্যামেতে সারা নিশি মেতে থাকি
রাত নিশিতে অন্ধকারে চিৎকারে আর সিৎকারেতে
তোমার সাথে খেলা করি
লপট ঝপট, ঝপট লপট তোমার বুকে সাঁতার কাটি
তোমার গোপন গিরিখাদে ডুব দিয়ে ঐ সুখ ধরি
তোমার প্রেমের ঝর্ণা ধারায় সারা নিশি গোসল করি
লপট ঝপট, ঝপট লপট, তোমার বুকে সাঁতার কাটি
প্রেমের খেলায় লজ্জা-ঘৃণা সব দিয়েছি জলাঞ্জলী
সুখ সাগরে আমরা দু'জন ডুবি ভাসি, কাঁদি ও হাসি
লপট ঝপট, ঝপট লপট, তোমার বুকে সাঁতার কাটি।
|