ওরে ও বাঙালি চোখ মুছে আজ মাথা উঁচু করে দাঁড়া
তো!
হীনমন্যতা পরাজয় ভীতি হৃদয়ের থেকে তাড়া তো!
বাংলা-বাঙালি পৃথিবীর বুকে পরাজিত হতে আসে নাই
বাঙালির আছে বিজয়ের গাঁথা, পরাজয় ইতিহাসে নাই।
ওরা চেয়েছিলো আমাকে সরাতে, সেটা কী পেরেছে? পারে নাই
বাঙালিকে আমি বড় ভালোবাসি, বাঙালি আমাকে মারে নাই...
বুলেটে আমার মৃত্যু হয় না, আমাকে হত্যা সোজা না
যাহারা আজিকে উল্লাস করে তাহাদের এটা বোঝা না—
ওরা চেয়েছিলো মুছে দিতে নাম—শেখ মুজিবুর রহমান
কী করে মুছবে? আমি বাঙালির চেতনায় সদা বহমান!
ইতিহাস থেকে আমার নামটি মুছে ফেলে কার সাধ্য?
আমি মিশে আছি বাতাসের মাঝে, শ্বাস নিতে ওরা বাধ্য।
মেঘ হয়ে ভাসি তারা রাশিরাশি চাঁদ হয়ে হাসি আকাশে
পতাকার লাল সূর্যটা দ্যাখ আমারই রক্তে আঁকা সে।
মানচিত্রের প্রতিবিন্দুতে প্রতিবিম্বিত হয়েছি
যখনই বাঙালি হাঁটবে দেখবে ছায়া হয়ে সাথে রয়েছি।
বাঙালির প্রতি নিঃশ্বাসে আমি বিশ্বাসে আমি থাকিবো
নানারূপে এসে যোদ্ধার বেশে পতাকার মান রাখিবো।
সোনার মোড়ানো বাংলাকে আমি প্রাণ দিয়ে ভালোবেসেছি
দুখী বাংলার আহবানে আমি বারেবারে ফিরে এসেছি...
বাংলা-বাঙালি-আর স্বাধীনতা তোরা হীরে-চুনি-পান্না
আবার আসিবো এই বাংলায় মুছে দিতে তোর কান্না।
___________________________________
১৫ আগস্ট ২০১৪