জাপান আওয়ামী লীগ আয়োজিত ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল
কমিউনিটি রিপোর্ট ।। জুন ২৩, ২০১৫ ।।
গত ২১ জুন ২০১৫ রোববার বাংলাদেশ আওয়ামী লীগ, জাপান শাখা দলের ৬৬তম
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ আলচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।
১৯৪৯
সালের ২৩ জুন এই সংগ্রামী দলের গোড়াপত্তন হয়। "পূর্ব পাকিস্তান (আওয়ামী)
মুসলিম লীগ" নাম নিয়ে শুরু হলেও পরে "নিখিল পাকিস্তান আওয়ামী মূসলিম লীগ"
আরও পরে ১৯৫৫ সালে মূসলিম তূলে দিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নামকরন করা
হয়।
১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পর রাজনৈতিক দলটির নামকরণ করা হয়
"বাংলাদেশ আওয়ামী লীগ"।
বাংলাদেশের স্বাধীনতা
যুদ্ধের নেতৃত্ব দানকারী এই দলটির দলীয় প্রতীক "নৌকা"।
সংগঠনের সভাপতি ছালেহ মোঃ আরিফ এর সভাপতিত্বে আলচনা পর্বে ১৯৪৯ সালের ২৩
জুন ঢাকার টিকাটুলীর কে এম দাশ লেনের "রোজ গার্ডেন প্যালেস" এ হোসেন শহীদ
সোহরাওয়ার্দী ও আবুল হাশেমের নেতৃত্বে তৎকালীন বঙ্গীয় প্রদেশিক মুসলিম
লীগের একাংশের সম্মেলনের মধ্যে দিয়ে পূর্ব-পশ্চিম আওয়ামী লীগের প্রতিষ্ঠা
পর্ব থেকে আজ অব্দি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের অগ্রযাত্রা নিয়ে আলচনা করেন-
মোতালেব শাহ আইয়ুব প্রিন্স, আব্দুল কুদ্দুস, রহমান লিটন, সোহেল রানা, ফারুক
আহমেদ, গোলাম মাসুম, কাজী ইনসানুল হক, রায়হান কবির ভুঁইয়া সুমন, মুক্তা
চৌধুরি, মোল্লা ওয়াহিদ, মাসুদুর রহমান, হারুনুর রশিদ, সনত বড়ুয়া, কাজী
মাহফূজূল হক লাল প্রমূখ।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন খন্দকার আসলাম হীরা।
ইফতার ও নামাজের শেষে উপস্থিত প্রবাসীরা নানান বিষয় নিয়ে আলোচনা করেন। রাতে
সুস্বাদু নৈশ ভোজে সকলকে আপ্যায়িত করা হয়।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |