বিশ্ব দেখে
দৃশ্য আমার
পিচ ঢালা পথ লাল
ভাই হারানোর অমর একুশ
দেখছে মহাকাল।
শিমুল পলাশ রক্তজবা
লাল পেল কই শোন্
পাপঁড়ি ভেঁজা রক্ত মাখা
আমার ভাইয়ের খুন।
একুশ থেকেই স্বাধীনতা
রক্ত দিয়ে কেনা
একুশ আমার ভাষা আমার
কেউ নিতে পারবেনা।
#
সফিউল্লাহ আনসারী
গানের মাঝে
গানে মঝে প্রাণের ছোঁয়া খুঁজি
সত্য ন্যায়ের গান‘ই আমার পুজিঁ।
গানের মাঝে খুঁজি আমি ফুল
মিথ্যে গানে বাড়ায় যতো মিছে হুলস্থুল!
যে গান আমার প্রাণের খোরাক আনে
যে গানে পাই স্বাধীনতার মানে ।
সেই সে গানের পরশ আমি চাই
যেই গানেতে মানবতার মুক্তি খুঁজে পাই।
______________________________________
সফিউল্লাহ আনসারী
সাংবাদিক
|