শব্দের মিছিলে
শব্দ নিয়ে মিছিল করি
শব্দ নিয়ে খেলা
শব্দ দিয়ে কাব্য লিখি
কাটাই সারাবেলা।
শব্দ লিখি প্রকাশ করি
জমাট বাধা কথা
শব্দ বুনি শব্দ শুনি
বাড়ে আকুলতা।
শব্দ দিয়ে ছড়া বুনে
শিল্পী যতো কবি
শব্দ দিয়ে আঁকবো আমি
সবুজ দেশের ছবি।
...
চুরুলিয়ার সেই ছেলেটি
জাগিয়ে দিলে দেশ জাতীকে
বিদ্রোহী নজরুল
জালিমরা সব উঠলো কেঁপে
কি-যে হুলোস্থুল!
তোমার লেখায় বিশ্ব দেখায়
মু্িক্ত আসে ফিরে
সুখ অফুরান স্বপ্ন জাগে
শুভ্র মনের নীড়ে।
কাব্য কথায় প্রাণ ভরালো
ভাংলো হাজার ভূল
চুরুলিয়ার সেই ছেলেটি
নাম ছিল নজরুল।
...
বাংলা আমার
রক্তে কেনা বাংলা আমার
তপ্ত খুনে লাল
বীর বা ঙালীর উচুঁ মাথা
লাল সবুজের পাল।
রক্তে পাওয়া বাংলা আমার
সগৌরবে চলি
ডিসেম্বরের স্বাধীন দেশে
মুক্ত কথা বলি।
..
হেমন্ত
হেমন্তে আজ গন্ধ উড়ে
নতুন ধানের
আমার প্রিয় পল্লীগীতি
বাংলা গানের ।
সব‘চে সেরা বাংলা মাটি
সুখ আবেশে
জীবন মরন সুখ খুঁজে পাই
বাংলাদেশে।
স্বপ্ন চোখে কৃষক হাঁটে
ক্ষেতের আলে
মধুর সুরে গায় পাখিরা
গাছের ডালে।
হলদে বরণ সরষে ফুলে
ছড়ায় হাসি
সবুজ মাঠে রুপ দেখি তাই
বারোমাসি।
...
______________________________________
সফিউল্লাহ আনসারী
সাংবাদিক
|