প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

সফিউল্লাহ আনসারী'র কবিতা

 


উচ্ছেদ আতংক

বেহাত সম্পত্তি আজ আমি
খাস ভুমির মালিকা দাবী সাময়ীক
উচ্ছেদের ভয় সারাক্ষন তাড়িয়ে বেড়ায়!
সয়না প্রাণে আর ; কবে বলো সীল মোহরে
স্থায়ীত্বের গ্যারান্টি দেবে আমায় ? অযোগ্যতার
অজুহাত তোলোনা লক্ষীটি । বঞ্চিত এই আমাকে
অবাঞ্চিত করে লাভকি তোমার ?তাতে বেড়েই যাবে
কষ্ঠের সলতে আগুন ! আমি আর চাইনা জ্বলতে কিংবা
জ্বালাতে কোন জীবন ; ইচ্ছা-অনিচ্ছায় ।দৃষ্টিকোন ‍যাই হোক
তাতে কিছুই যায় আসেনা আমার ; কারন নীখাদ ভালোবাসার
সাপ্লাইয়ার আমি ! তোমাতেই স্থিরতা খোঁজি;হতে চাই খাঁটি প্রেমিক !
 

***************


পেশা

স্বপ্ন দেখা‘ই আমার পেশা !
কোন সমস্যা আছে ? তোমার
বেধে রাখা যায় অনেক কিছুই এমনকি মানুষ
আটকানো যায় কি ? কখনো কোনদিন মনটাকে?
জীবনের দায়ে অথবা অবলম্ভন ভেবে স্বপ্নকেই আমি
সচল প্রাণের দাবী করি ।
নিশ্চয়ই বাধাগ্রস্থ করবার কোনই ক্ষমতা নেই তোমাদের
স্বপ্ন দেখার স্বাধীনতাকে কেড়ে নেবে ? পারবে ?
ভালোবাসার নেশা‘ই আমাকে পেশাদার করেছে;স্বপ্ন দেখায়....
আমি প্রেমিক হবোই তোমাকে নিয়ে দেখা স্বপ্নকে লালন করবার।
কোন সমস্যা আছে ? তোমার !

***************


তোমায় পেতে

তোমাকে ফিরে পেতে
আমি আর সামাজিকতার ধার ধারিনা
তোমাকে ফিরে পেতে
আমি আর একাকিত্বের আতংকেও হারিনা !
আমি প্রেমিক
আমি আজ বলতে শিখেছি;নিরুদ্ধেগ
নির্ভয় ! তুমি নিজ থেকেই দুরে যদি যাবে
তবে কেনো স্বপ্ন দেখার দিয়ে যাও ভরসা ?
ক্যানো বলোতো !
তোমাকে ফিরে পেতে
আমি হেমন্তে শীত খোঁজি;শীতে বসন্ত খোঁজি
খোঁজতে খোঁজতেই আমার বেলা যায় অবেলায়
সরষে ক্ষেতে ভুত খোঁজে লাভকি বলো
তার‘চে খাঁটি সরিষার তেলে গরম ভাতের স্বাদ নেয়া ঢেড় ভালো !
বলেছিলে তুমি ; বোকা নাকি আমি
তোমার কথাই সত্যি করে গেলে ।বোকা প্রেমিক নামে
আমি জীবন তাতাই একাকিত্বের অহংকারে
জীবনের দায়ে কেবলী বেঁচে থাকা আজ
তোমাকে ফিরে পেতে
আর খোলিনা;দরোজা মনের
রাখিনা জীবনের ভাঁজ ! 


 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action। 

 

 

[প্রথমপাতা]

 

 

লেখকের আগের লেখাঃ