[প্রথমপাতা]
|
ভূবনে যেতে চাই
- মেহেরুন নেছা রুমা
-
আমি সৃষ্টিতে সুখ পাই, রচিতে কবিতা
আমি হতে চাই বিশ্ব প্রনেতা
আমি গড়তে চাই নব সভ্যতা
আমি উড়তে চাই,ভাঙতে চাই,
তারে আবার গড়তেও চাই
আমি ভবন থেকে ভূবনে যেতে চাই।
কিন্তু,ওরা বলে, সে তোমার নয় যে ধর্ম
তোমার রয়েছে অসীম গৃহকর্ম।
সেখানেই করো সাহিত্য চর্চা সামান্য,
বড়জোর খোঁজ রাখতে পারো-
কোথায় কি নতুন আবিস্কার হল
যাতে গৃহদেবতা গৃহে এসে ছুটে না পালায়
যাতে সে একজন আধুনিক সহচরী পায়,
তোমাকে অর্জন করতে হবে সমস্ত কৌশল
যাতে তুমিই তার উত্তম সহচরী হতে পারো।
হায়!এ কী দুর্ভাগ্য আমার!
ওরা আমাকে উত্তম হতে বলে
সেও ওদেরই জন্য-আমার জন্যে নয়।
আমি চষতে চেয়েছি শিল্প সাহিত্য বিজ্ঞান ও গণিতে
আমি ঘামতে চেয়েছি মেধা মনন ও শ্রমে
ওরা আমাকে বারবারই বলেছে,
তুমি ভবনে যাও ’নারী।
তোমার জন্য ভূবন নয়।
হ্যাঁ,পারো যদি সাঁওতাল গারো বেদেনী হও
চাষ করো পাহাড়ে ওঠো মাটি কাটো নৌকা বাও।
যাতে তোমার দেহখানি হয়ে ওঠে সুঢোল নিটোল
চন্দ্রকলা নয়তো নদীর বাঁকের মতন।
ওরা বলে-তুমি উত্তম সহচরী হও
যাতে বিধ্বংসী দেবতা উঠবে জেগে
তুমি প্রলয় সৃষ্টিকারিনী হও,মাতিয়ে রাখো
কিন্তু তুমি নমনীয় রও,
তুমি চির কমনীয় রও।
তুমি কভূ ভূবনে নয়,
তুমি সদা ভবনেই রও।
ARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |
লেখকের আগের লেখাঃ
|