[প্রথমপাতা]

 

 

 

ওইখানে যেওনাকো তুমি(চতুর্থ পর্ব)
 
 

- মেহেরুন নেছা রুমা -

 
ঘটক সাহেব এসব উপঢৌকনের বিষয়গুলো হাসিমুখে পেশ করছিলেন।

নীরার বাবা বলেন ,ইসলামী দৃষ্টিতে ছেলেদের স্বর্ন ব্যবহার জায়েজ নাই। মৃত্যুর সময় একজন মানুষের দাফন কার্য সম্পন্ন হতে যত খরচ হয়, ঠিক ততটুকু পরিমান স্বর্ণ বা রূপা তারা নিজেদের সাথে রাখতে পারে। তাই সে জেনে শুনে মেয়ে জামাইকে স্বর্নের চেন দিতে পারবে না। তার বদলে তার স্বামর্থ অনুযায়ী যে কোন কিছু দিয়ে জামাতাকে আশির্বাদ করবেন।

পাত্রপক্ষ এবার বেঁকে বসলেন। এ কেমন পরিবারের সাথে বিয়ে হচ্ছে ! মেয়ে বিয়ে দিবে আর মেয়ের সাথে কিছু দিবে না,পাত্রকে স্বর্নের চেইন দিবে না,দেনমোহর আদায় করবে। না রে বাপু,এ ঘরে আমি আমার ছেলের বিয়ে করাব না। তপুর বাবা উঠে চলে যাবার সাব্যস্ত করলেন।

এই খবর ঘরে যেতেই তপুর কানে নীরার কথা।

তপু তোমার বাবাকে বল না আমার বাবার কথা মেনে নিতে।

না নীরা। আমি পারব না। আসলে বাবা তো আর বেশি কিছু চাচ্ছে না। যা চায় তা দিতে তোমার বাবা রাজি হলেই তো হয়ে যায়।

তপু তুমিও এসব বলছ ? তুমি না আমাকে ভালোবাস ? ওসব দেনা পাওনা ছাড়া কি আমাদের বিয়ে হতে পারে না ? শুধু আমাকে দেখে আমার যোগ্যতায় কি তুমি বিয়ে করতে পার না তপু ? সংসার করব আমি। ওসব জড়ো পদার্থ এখন তোমার কাছে মূল্যবান হয়ে উঠল ?

দেখ নীরা , সমাজে একটা রীতি আছে। আর আমরা তো সমাজের বাইরে নই।

তার মানে এখন যদি তোমার বাবা বিয়ে ভেঙ্গে চলে যান তুমিও তাতেই রাজি ?

তপু চুপ করে থাকে। যেন তার আর কোন কথা নেই মুখে ।

কোথায় গেল সেসব ভালোবাসার বুলি ? যা এতদিন নীরার কানে মৌমাছির মত গুনগুন করে বলে যেত তপু। শুধু কি বলাই ছিল নাকি ? বিয়ের কথা পাকাপাকি হয়ে যাওয়া দুজন নর নারী একাকী কত সময় কাটিয়েছে তার কি শেষ আছে ? তপুর বন্ধুর বাড়ির নির্জন দুপুরে বন্ধ কামরায়ও কি কাটেনি তাদের কত কত দুপুর ?

এখন কি হবে নীরার ! নীরার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। পাত্রপক্ষ চলে গেছে সবকিছুর উপর পানি ঢেলে দিয়ে। আর নীরার কপালে কালিমা। ঘরে চাপা কান্না বিরাজ করছে। নীরার বাবা বলেন,আল্লাহ্ যা করেন ভালর জন্যেই করেন। ওদের সাথে থাকলে মেয়েটা আমার সুখি হত না। ওরা লোভী। যৌতুকের বিনিময়ে আমার মেয়ে নিতে এসেছে।

অন্যায়ের কাছে মাথা নত না করে বাবা যেন বেঁচে গেছেন । কিন্তু নীরার মা বাঁচেনি। সে জানে তার মেয়ে কি সর্বনাশটা করেছে। এখন এই ছেলের সাথে বিয়ে না হলে নীরার কপালে চরম দু:খ আছে। তাছাড়া নীরার ছোট দুটি বোনের কপালেও সেই দু:খের ছায়া পড়তে বেশি দেরি হবে না। সবাই বলবে নীরার বিয়ে ভেঙ্গে গেছে। আর যখনি বিয়ে ভেঙ্গে যাবার রব উঠবে তখনি নীরাকে নিয়ে সমাজে নানা কথা রটে যাবে। ছি ছি করবে সবাই। বিয়ে ভেঙ্গে যাওয়া যেন নীরারই অপরাধ। আর সেই অপরাধের শাস্তি তাকেই পেতে হবে।

রুপা পড়াশুনায় বেশ মনোযোগী। প্রতি ক্লাসেই তার চমৎকার ফল। কিন্তু সে তুলনায় তার ভাই দুটি নয়। বড় টি তো এখন বইয়ের ধারে কাছে যায় না বললেই চলে। ঘাড় বেয়ে নেমে এসেছে তার চুল। প্যাণ্ট পড়ছে এমন ভাবে যেন খালি পেটে সেটি যেকোন সময়ে কোমর থেকে নেমে পড়বে। বাড়ির কারো সাথে তেমন কথাবার্তা বলে না বললেই চলে। এর মধ্যে মায়ের হাতে একদিন রূপকের প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট ধরা পড়ে। তাজ্জব বনে যায় মা। এ বংশের কোন পুরুষ আজ পর্যন্ত সিগারেট খায়নি। আর তার ছেলের পকেটে সিগারেট ! দু একদিন রূপকের ঘরে আসার সাথে সাথে সিগারেটের গন্ধটা সে পেত। কিন্তু আমল করেনি । এখন সে নিশ্চিৎ যে রূপক সিগারেট ধরেছে। বিষয়টি রূপকের বাবাকে বলতেই সে চিৎকার করে ছেলেকে ডেকে আনলেন ।

সিগারেটের প্যাকেট রূপকের সামনে মেলে ধরে বাবা ক্ষিপ্ত চোখে -

এটা কি রূপক ?

দেখতেই তো পাচ্ছ । জিজ্ঞাসা করো কেন ?

ঠাস করে এক চড় এসে পড়ল রূপকের গালে। চড়টা মেরেছে মা।

বেয়াদব কোথাকার ,বাবার সাথে কেমন করে কথা বলতে হবে তা ভুলে গেছিস ? এই শিক্ষা দিয়েছি ছোট বেলা থেকে ?

রূপা আড়াল থেকে সব দেখছিল। ভাইয়ের জন্য মায়া হচ্ছিল তার। না হয় সিগারেটই খেয়েছে। তাতে মার খেতে হতে হবে ?

রূপকের বাবা বললেন , এই ছেলেকে আমার সামনে থেকে যেতে বলো রূপকের মা। আমার সব আশা ভরসা সে মাটি করে দিয়েছে। যে ছেলে এই বয়সেই সিগারেট ধরতে পারে,বাবা মায়ের মুখের উপর কথা বলতে পারে,সে যে অমানুষ হয়ে গেছে তাতে আর কোন সন্দেহ নাই।

রূপকের মা ছেলেকে বলছে,এখনি বাবার পা ধরে মাফ চা। আর বল যে জীবনে কোনদিন সিগারেট ধরবি না,বেয়াদবি করবি না।

কিছুক্ষণ চুপ করে থেকে রূপক বলে,আর সিগারেট খাব না।

সেদিন রূপার বাবা মায়ের মনটা ভেঙ্গে গিয়েছিল সত্যি। তারপরেও ছেলেকে শুধরানোর সুযোগ দিলেন। যেন কিচ্ছুটি হয়নি এমন ব্যবহার করছেন। ভাল মন্দ উপদেশ দিচ্ছেন।

এরপর থেকে মা কিংবা বাবা সিগারেটের গন্ধ বা সিগারেটের প্যাকেট না পেলেও রাস্তার মোড়ে,কলেজের সামনে ,বন্ধুদের আড্ডায় রূপক যে সিগারেট সহ আরো কিছু পান করছে ,সেটা রুপার চোখ এড়িয়ে যায় না। রূপা বুঝতে পারে ,যে জিনিস অবৈধ সে জিনিসই মানুষ আড়ালে সেবন করে।

 

 

ARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]

 

 

 

লেখকের আগের লেখাঃ