|
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এন.আর.বি. জাপান'র আলোচনা সভা ও সাংস্কৃতিক
অনুষ্ঠান
কমিউনিটি রিপোর্ট ।।
মার্চ ৩১, ২০১৫ ।।
গত রোববার ২৯ মার্চ সন্ধ্যে ৬টায় টোকিও'র আকাবানে বিভিও হলে এন.আর.বি.
জাপান এক আলোচনা সভা ও সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনাবাসিক
বাংলাদেশীদের এ সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা তাদের বিভিন্ন
দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত
মাসুদ বিন মোমেন। সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির প্রধান শহীদুর রহমান খান
হিরু। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন নাবী উল্লাহ আসিফ।
মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের
শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। মূল অনুষ্ঠানটি দুইটি অংশে বিভক্ত ছিলো।
প্রথমার্ধ ছিলো আলোচনা সভা এবং পরের পর্বে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন যথাক্রমে- ড. শেখ আলীমুজ্জামান, হাফিজুল আলম,
খন্দকার আসলাম হীরা, প্রবীর বিকাশ সরকার, জাকির হোসেন মাসুম, তাজউদ্দিন মোঃ
রবি চৌধুরি, মাজহারুল ইসলাম মাসুম, কাজী ইনসানুল হক, ইমদাদুল হক, শামসুল
আলম ভুট্ট, ছালেহ মোঃ আরিফ, সাকুরা সাবের, শেখ এমদাদ, কাজী মাহফুজুল হক লাল
এবং রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
আলোচনা পর্বে যে বিষয় গুলো বিশেষ করে প্রাধান্য পায় সেগুলোর মধ্যে ছিলো,
কারা এর সদস্য হতে পারবেন, জাপানি পাসপোর্টধারী বাংলাদেশীরা এর সদস্যভুক্ত
হতে পারবেন কিনা, সংগঠনটির বর্তমান ও ভবিষ্যত কার্যক্রম, রাজনৈতিক
সংশ্লিষ্টতা প্রভৃতি।
জাপানি পাসপোর্টধারী বাংলাদেশীরাও যে এন.আর.বি. জাপান'র সদস্য হতে পারবেন
সেটি স্পষ্ট করেন রাষ্ট্রদূত তাঁর বকৃতায়। তিনি বলেন, বিভিন্ন দেশের আইন
বিভিন্ন রকম কিন্তু বাংলাদেশ দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করে কাজেই জাপানি
পাসপোর্টধারীরাও এর সদস্য হতে পারবেন এবং এ নিয়ে বিতর্কের অবকাশ নেই। জনাব
মাসুদ বলেন এন.আর.বি'র খবর জাপানে অবস্থিত সকল প্রবাসীর কাছে পৌঁছে দিতে হবে,
সকল প্রবাসী যেন জানতে পারে যে তাদের এ রকম একটি সংগঠন রয়েছে। তিনি বলেন
দেশে প্রবাসীদের সমস্যা গুলো তুলে ধরতে সংগঠনটি ভূমিকা রাখতে পারে। বৃটেন,
ইতালি সহ বিভিন্ন দেশের রাজনীতিতে বাংলাদেশীদের সংশ্লিষ্টতা বাড়ছে, কাজেই
জাপানেও এরকম একটি চিন্তা-ভাবনা করা যেতে পারে। বিদেশের পত্রপত্রিকা গুলোতে
সাধারণতঃ নেতিবাচক দিকটিই দেখানো হয়। সেক্ষেত্রে বাংলাদেশের সমৃদ্ধ
সাংস্কৃতিকে তুলে ধরার মাধ্যমে দেশের একটি ইতিবাচক ইমেজ এখানে তুলে ধরা
সম্ভব।
"বিভিন্ন দেশের এন.আর.বি'র সাথে এন.আর.বি. জাপান একটি লিয়াজোঁ রক্ষা করতে
পারে পাশাপাশি দেশের প্রসাশনের সংগেও এন.আর.বি. জাপান লিয়াজোঁ বজায় রাখতে
পারে" রাষ্ট্রদূত বলেন।
এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জানান টোকিও'তে বাংলাদেশের নিজস্ব দূতাবাস
ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। এ বছরের ডিসেম্বর নাগাদ তা সমাপ্ত হতে পারে।
বক্তব্য পর্বের ইতি টানেন শহীদুর রহমান খান হিরু। তিনি সংগঠনটির
বিভিন্ন দিক উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। সংগঠনটির সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকবে না বলেও তিনি আশ্বাস দেন।
পরবর্তীতে তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
দ্বিতীয় পর্বের সংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে উত্তরণ বাংলাদেশ
কালচারাল গ্রুপ। দুই পর্বের মাঝে উপস্থিত দর্শকদেরকে আপ্যায়িত করা হয়।
অনুষ্ঠানে সাধারণ প্রবাসীরা ছাড়াও, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক
ব্যক্তিবর্গ ও প্রবাসী মিডিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |
|