[প্রথমপাতা]

 

 

তোমাকে চাই

 

সাইন.জুবায়ের
 

 

বলতো, কেমন করে কাটাই
একেকটা দিন
তুমি বিহীন!

সময় গিয়েছে আগে, হ্যাঁ সত্যিই
নিখাঁদ সঙ্গিন
অনেক কঠিন।

একটা কিছু হয়েছে এবং নতুনই
উতকন্ঠায় পিড়ন
চলছে দহন।

দাহে কি শুধু চুলায়, না আগুনেই
ভালোবাসা যখন
করে আহবান?

একথা বলছিনা, জানিনা বা জানা নেই
প্রাপ্তির আগুন
জ্বলে কতগুণ?

বলতো, তোমার স্পর্শ যদি পাই
সবগুলো স্বপন
হবে কি বপন?

মনে প্রাণে আর হৃদয়ে ঠাঁই
এইতো প্রয়োজন
আসলে জীবন।

ঠিক এমনি এবং এভাবে চাই
তোমায় আজীবন
মরনোত্তর অনুক্ষণ।


 

[প্রথমপাতা]

 

 

 

লেখকের অন্যান্য লেখাঃ

 

>>উকুন বিনাশের ডাক

>>ভ্যাবাচেকার পাঠ

>>বঞ্চিতের উপলব্ধি