বিজয় দিবসের কবিতা
-সফিউল্লাহ আনসারী-
বিজয় দিবস
বিজয় দিবস একটা দিনেই
বন্ধি কেনো;থাকবে কেনো বন্ধি?
লাখো প্রাণের বিনিময়ে;মা-বোনের ইজ্জতে দামে পেয়েছি বিজয়
নয়তো তা পাওয়া কোন গোপনে সন্ধি !
গোপন-১
তুমি আমার ভালোসার
আবেগ জলের প্লাবন
হৃদয়ের সমুদ্রে ঢেউ
তুমি আমার তুমি আমার
সংগোপনে কথামালা শ্রাবন
তুমি জানো;আমি জানি।আর জানেনা কেউ!
এক দুই
এক দুই;দুই
তুই আমার;তুই !
চামেলি,বকুল,জুঁই
এক দুই;দুই
ভাবনায় তোকে ছুঁই !
তুই আমার;তুই !
তুমি আর আমি
তুমি আর আমি হবো
হবো গাঙচিল
ভালোবাসার ছোঁয়া
লেগে আজ দু‘জনার
বেজায়-বিষম মিল!
তুমিযে আমার
তুমিযে আমার
কতো সহজ
কতো সরল
একটা বাক্য!
তুমিযে আমার
কতো আবেগ
কতো অপেক্ষা
তারপর হৃদয়ের স্বত:উৎসারিত বাক্য!
তুমিযে আমার
বললেই হলো
হাতে রেখে রাত
দু‘জনার নরম উচ্চারণ‘চলো’
চলো- বাঁধি ঘর
দু‘জন
আর কোনদিনই হবোনা পর !
_______________________________________
সফিউল্লাহ আনসারী
(শিক্ষক-সাংবাদিক-কবি)
|