প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

সফিউল্লাহ আনসারীর একগুচ্ছ কবিতা

 


চাই

বিষাদে পুড়ছে হৃদয় মোর
খোল প্রিয়ে খোল হৃদয়ের দোর ।
ভালোবাসার অধীকারে দিয়ে যাও ধুলি
কোনদিনও যেনো না যাই পরস্পরকে ভুলি।
শেষ যেনো নাহয় প্রিয়ে দু নয়নের নজর
লেগে রবো অক্টোপাস;সন্ধ্যে থেকে ফজর !
আমার পলায়ন হোক তোমার ঐ কালো কেশে
আমার ঠিকানা যেনো হয় তোমাতেই অবশেষে।
থাকতে পারি যেনো তোমাতেই মেশে
কাটাতে জীবন চাই হেসে-হেসে ;ভালোবেসে ।
 

*************************


বিশ্বাস

মুসলিম আমি বিশ্বাস নিয়ে
রাখি এক খোদাতে ভরসা
ও দয়াময় আল্লাহ মহান
রেখো হৃদয় আমার ফরসা !
 

*************************


পাঠ

ভালোবাসার পাঠ শিখিয়ে
যাচ্ছো ক্যানো দুরে চলে
হৃদয়ের ভেঙ্গোনা বিশ্বাস
মিথ্যে কথার ছলে !
করোনা রুপের বড়াই তুমি
মনের দামেই কেনো
ভালোবাসায় রঙিন সময়
সবটা জুড়ে থাকে যেনো !

*************************


অথৈ শীতল

গভীর নলকুপের পানি যেমন ছোঁয়ে যাওয়া ঠান্ডা
তেমনি-
গভীর হৃদয়ের প্রেম অথৈ শীতল এবং ছোঁয়ে যায় জীবন !

*************************


হারাতে চাইনা

যার কিছুই নেই তার হারাবার অাবার ভয় কি ?
তবে হাজারো ঝিনুক থেকে খোঁজে পাওয়া মুক্তো যদি হারাতে হয়
আর থাকেনা তবে;জীবনের মানে !
আমি তোমাকে হারাতে চাইনা;কোনদিনও না ....!

*************************


মর্ডান

ভিনদেশীদের দেখে-দেখে
হচ্ছে আল্ট্রা-মর্ডান
বাংলা ছেড়ে ইংরেজী কয়
যাবে চলে জর্ডান !
বাঙালী সে তবু হবে ইংলিশ ম্যান মর্ডান !!!
 

*************************


আজ

আজ
আমাদের কবিরা খুব
একটা ভালো নেই !
চারদিকে অগনন প্রতারনার ফাঁদ
কে প্রতারক আর কে প্রতারিত
তা বুঝা খুবই কঠিন !
 

 

*************************


ভোগ

তান্ত্রিকের দল
তার মোহীনি সুরে
ভোগ করে যাচ্ছে সংস্কার !
কুসংস্কার দখলে নিচ্ছে আমাদের
সমাজ-সামাজিকতা;মুখের কথাও !
 

*************************


তফাৎ

টাকাই সব !
সবার কাছে ? না !
নির্লজ্জ বেহায়া আর বেশরমদের কাছে
অমানুষ প্রতারক-প্রবঞ্চকদের কাছে
টাকাই যাদের কাছে সব-
এদের আর কুকুরের নেই কোন তফাৎ !

*************************


বলে যাবো আমরণ

সত্য বলা কি অন্যায় ?
যদি হয়
তবে আমি তাই করবো !
বলে যাবো আমরণ........
 

*************************


অসহনশীল

অসহ্য যন্ত্রনায় মনের অবস্থা
অসহনশীল হচ্ছে ক্রমাগত !
স্বার্থান্বেষী মহলের উৎপীড়ন
ভাল্লাগেনা আর।
অযোগ্যদের হাতে আর কতকাল
সৃজনশীলতা ? সৃজনশীলতার নামে
ওরা বিবেক বেচেঁ খায়;খাচ্ছে !
ওদের মুখের বুলিতেই শুধু মুধু
ভেতরটার সবটা জড়েই বিষ !
কতেক শকুন ওদের উচ্ছিষ্টটুকুই
চেটেপুটে খাচ্ছে দেদারছে.....!

*************************


সমাজ

হায়রে সমাজ !
আজো তুই মানুষ হইলিনা !
আরে মানুষরাই তো আজো মানুষ হলোনা
বেবাক!
অসহায় আজ সত্যবাদী ।
নির্লজ্জ বেহায়াদের দখলে
অলিগলি সবটা !
 

*************************


বেদখল

বেদখল হয়ে যাচ্ছে আজ
আমাদের স্বচ্ছল মানচিত্র
যেখানে বিশ্বাসে ছিল পরিপুর্ণ
বেহিসেবি আনন্দ আর প্রেমের ফুল্গধারা ।
আমরা আজ
এতো বেশী হিসেবি যে
নেই ফুসরত কোনই ; মাতোয়ারা
গল্পবাজীর !আমিষে টইটম্বুর চারদিক
অথচ নিরামিষভোজীর দাবীদার
গননা বির্হিভুত ।
ঘনিভুত হচ্ছে সত্যিটা আজ-
আমরা খুব বেশীই স্বার্থপর আর
ব্যাক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছি
দিনকে দিন...!

 

*************************


কবে

কবে মানুষ হবো আমরা ?
জানোকি কেউ তার ইয়ত্তা !
দু‘পা,দুই হাত,দুই চোখ,দুই কান,নাক
থাকলেই কি সে মানুষ ?
আমরা তাই বলি। ক্যানো ?
মানুষ নামেই যদি অবস্থান তবে কই মনুষত্ব ?কই ???


*************************


বিচার ছাড়াই হায়র

এই দেশে ভাই মরে মানুষ
বিচার ছাড়াই হায়রে !
ক্রস্ ফায়ার আর লস্ ফায়ারে
চল(বুলেট)কুড়াঁতে যাইরে !
আইন-আদালত থাকার পরও
ঝরছে জীবন অকালে
দোষ প্রমানের আগেই মরন
বিকাল-রাত্রী-সকালে !
‘হয়নি ক্ষতি আমাররে ভাই
লোকটা ছিল ভিন্ন’
নিজের ছাড়া ভাবছেনা কেউ
তাই-মানবতা হয় ছিন্ন !

 

*************************


বুচকি চোরা

বুচকি চোরা‘য় ভইরা গ্যাছে দেশ
দেশ প্রেমিকের নাই তার লেশ
আম-জনতা এদের ধোকা‘ই
বলছে আহা বেশ !
স্বার্থবাদীর বদমাশিতে
দেশের হাল শেষ
ভেতরে এদের কুট-কৌশল
বাইরে ভদ্রলোকের বেশ !
বুচকি চোরা‘য় ভইরা গ্যাছে দেশ !!

 

 

*************************


গান

তুমি ছাড়াযে বাচা হলো দায়
বলো কোন সাধনে তোমায় আমার করে পাই ?
তুমি ছাড়া আজ বাঁচা হলো দায় ।।
ভাবনা জুড়েই আছো তুমি
তুমি ছাড়া হৃদয় মুরুভুমি
তোমাকে ছাড়া প্রিয়ে মন নাহী কিছু চায়।
তুমি ছাড়া আজ বাঁচা হলো দায় ।।
এভাবে কতো আর বলো পুড়াবে এ মন
ছেড়ে যাবোনা কোনদিন এইতো আমার পণ
তুমি ছাড়া বন্ধু ওগো অামারতো কেউ নাই।
তুমি ছাড়া আজ বাঁচা হলো দায় ।।
বেঁচে থাকতে চাইযে তোমায় চাই মরনের পরও
মান ভুলিয়া ও সোহাগী হাতটি এবার ধরো ।
সব ভুলে চলো বন্ধু আমরা পালিয়ে যায় ।
তুমি ছাড়াযে আজ বাচা হলো দায় ।।


 

_______________________________________

সফিউল্লাহ আনসারী
(শিক্ষক-সাংবাদিক-কবি)


 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action। 

 

 

[প্রথমপাতা]

 

 

লেখকের আগের লেখাঃ