[প্রথমপাতা]

 

 

 

ভালোবাসার সততায়

 

ড. তানিয়া হোসেন

 

সব খেলাতেই জয় -পরাজয় থাকে

ভালোবাসার খেলাতেও তাই

তবে এ খেলায় জয় -পরাজয়ের সংঙ্গা ভিন্ন হয়

এ খেলায় বিশ্বাসে জয় আর অবিশ্বাসে পরাজয়



লাভ-ক্ষতি বলতে গেলে সর্বক্ষেত্রে থাকে

ভালোবাসার ক্ষেত্রেও তাই

তবে এ খেলায় লাভ-ক্ষতির হিসেব ভিন্ন হয়ে থাকে

এ খেলায় ত্যাগেই লাভ আর প্রত্যাখানে ক্ষতি



হার-জিত কথাটা সবখানেই থাকে

ভালোবাসার ক্ষেত্রেও আছে

তবে এক্ষেত্রে হার-জিতের ধরনটা ভিন্ন হয়ে থাকে

ভালোবাসায় সর্মপনে জিত আর বিরোধে পরাজয়



সব কিছুতেই সত্য-মিথ্যা বিরাজ করে

তবে ভালোবাসার সততায় সত্য প্রমানের প্রয়োজন হয় না।

 

_________________________

Tania Hossain, Ph.D.
Lecturer (contractual)
Department of English
Faculty of Foreign Languages
Dokkyo University
Saitama, Japan৷


 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]

 

 

 

লেখিকার অন্যান্য লেখাঃ

 

>>জানতে চায়

>>তুমি আর আমি

>>সিঙ্গাপুরের একদিন

>>কেনো