[প্রথমপাতা]

 

 

 

জানতে চায়

 

ড. তানিয়া হোসেন

 

সে আজ জানতে চায় ও আজ কেমন আছে
ও আজ কোথায় আছে
ও কী তাকে এখনো ভালবাসে
ওকে কি তার এখনো মনে পড়ে

সে আজ জানতে চায় ওকি এখনো তার স্বপ্নে আসে
তার ভাবনা কি তাকে এখনো আলোরিত করে
তার স্পর্শ কি তাকে এখনো শিহরিত করে
তার ভালবাসা কি আজো তাকে সম্মহিত করে

সে আজ জানতে চায় ও কি এখনো তাকে কাছে ডাকে
ও কি তার জন্য এখনো কাঁদে
তার আলিঙ্গন কি তাকে এখনো নিস্তব্ধ করে
তার চুম্বন কি তাকে এখনো আসক্ত করে

সে আজ জানতে চায় তার ভালোবাসা কি এখনো তাকে পবিত্র করে
ও কি এখনো তার জন্য দীর্ঘ রজনী বিনিদ্র থাকে

 

_________________________

Tania Hossain, Ph.D.
Lecturer (contractual)
Department of English
Faculty of Foreign Languages
Dokkyo University
Saitama, Japan৷


 

[প্রথমপাতা]

 

 

 

লেখিকার অন্যান্য লেখাঃ

 

>>তুমি আর আমি

>>সিঙ্গাপুরের একদিন

>>কেনো