|
মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটির ঈদ পুনর্মিলনী
কমিউনিটি রিপোর্ট ।।
অক্টোবর ৮, ২০১৫ ।।
প্রতি বছরের মতো এবারও মুন্সীগঞ্জ বিক্রমপুর সোসাইটি জাপান'র উদ্যোগে
রোববার ৪ অগাষ্ট টোকিও'র ওইয়ামা কুমিন সেন্টারে ঈদ পূর্নমিলনীর আয়োজন করে।
অনুষ্ঠানটি
প্রায় ৪ শতাধীক প্রবাসীর মিলন মেলায় পরিণত হয়। সম্প্রতি বাংলাদেশে একজন
জাপানি সহ দু'জন বিদেশির নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে প্রবাসীরা
তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং অনুষ্ঠানে নিহতদের প্রতি শোক জ্ঞাপন করা হয়।
শুরুতে পবিত্র হজব্রত পালন করার সময় মিনা'তে নিহত বাংলাদেশি, বাংলাদেশে
নিহত দু'জন বিদেশির আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত উল্লেখযোগ্য সংখ্যক জাপানিরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ
করেন ও প্রবাসীদের এই উদ্যোগের জন্যে কৃতজ্ঞতা জানান।
বিক্রমপুরবাসীদের আতিথেয়তার কথা বহুশ্রুত। তাদের আপ্যায়ন ও আন্তরিকতা সকলের
মন জয় করে নেয়।
জাপানে
নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, তার পরিবার, দূতাবাসের
কর্মকর্তা বৃন্দ, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে আগত প্রবাসীরা সহ জাপানের
প্রায় সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও মিডিয়া কর্মীরা উপস্থিত
ছিলেন।
জাপানিরাও অনুষ্ঠানে অংশ নেন ও বাংলাদেশি রান্নার স্বাদ গ্রহণ করেন।
আগের দিন থেকে মিসাতো'র পদ্মা কমপ্লেক্স এ সোসাইটির ১০-১৫ জন সদস্য রান্নার
বিশাল কর্মযজ্ঞে অংশগ্রহণ করেন। তাদের উৎসাহ দিতে অনেক প্রবাসী সেখানে যান।
রাতভর গল্প ও গান বাজানায় সকলে সময় কাটান।
নানান পদের মজাদার খাবার সেই সাথে কোরবানির মাংস দিয়ে ভুরি ভোজ হয়।
অনুষ্ঠানে উত্তরণ ও স্বরলিপি সাংস্কৃতিক পরিবেশনা দর্শকরা উপভোগ করেন।
সোসাইটির সভাপতি বাদল চাকলাদার ও সাধারণ সম্পাদক এম ডি এস ইসলাম নান্নু সকল
প্রবাসীর উপস্থিতির জন্যে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন
নাজমুল হোসেন রতন ও জুয়েল আহসান কামরুল।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |
|