[প্রথমপাতা]

 

 

 

কমিউনিটি নিউজের বৈশাখী মেলার সংবাদ হুবহু 'আমার দেশ' এ

 

বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন

 

কমিউনিটি রিপোর্ট ।। এপ্রিল ২৩, ২০১২ ।।

বাংলাদেশ থেকে প্রকাশিত দৈনিক আমার দেশ পত্রিকায় কমিউনিটি নিউজের 'টোকিও বৈশাখী মেলায় প্রাণের ঢল' সংবাদটি রোববার শুধুমাত্র শিরনামটি পরিবর্তন করে হুবহু চুরি করে প্রকাশ করা হয়েছে। গত ১৬ এপ্রিল কমিউনিটি নিউজ এ সংবাদটি প্রকাশিত হয়। আমার দেশ এ সংবাদটির প্রেরক হচ্ছেন তাদের টোকিও প্রতিনিধি বলে উল্লেখ করা হয়েছে।

মজার বিষয় হলো, ছবিটি পর্যন্ত নকল করলেও ছবির উপরে কমিউনিটি নিউজের কপিরাইট সম্বলিত প্রতীক ঠিকই রয়ে গেছে। আরো লক্ষ্যনীয়, সংবাদের ভেতরে লেখা রয়েছে "মেলায় আগত এক জাপানি কমিউনিটিকে তার প্রতিক্রিয়ায় জানালেন—এ অপূর্ব। আমি এ নিয়ে পরপর তিনবার এই মেলায় এলাম। প্রতিবারই সুস্বাদু তন্দুরি চিকেন আর অন্যান্য লোভনীয় খাবার থেকে নিজেকে সরিয়ে রাখা দুষ্কর।" সংবাদ চুরি করার সুস্পষ্ট প্রমাণ।

সংবাদটি প্রকাশের জন্য পত্রিকা কর্তৃপক্ষ কমিউনিটি নিউজের পূর্বানুমোতি ছাড়াই সংবাদটি প্রকাশ করে। বাংলাদেশের একটি দৈনিকের এহেন অসাধু আচরণ খুবই দুঃখজনক।

উল্লেখ্য, কমিউনিটি নিউজ থেকে সংবাদ চুরির ঘটনা এটিই প্রথম নয়। ইতিপূর্বে বেশ কয়েকবার বিভিন্ন সংবাদ মাধ্যমে এ ধরনের সংবাদ চুরির ঘটনা ঘটেছে।


কমিউনিটি নিউজ এ প্রকাশিত সংবাদের লিঙ্কঃ
http://community.skynetjp.com/id494.htm
 

আমার দেশ এ প্রকাশিত সংবাদের লিঙ্কঃ http://www.amardeshonline.com/pages/details/2012/04/22/141827
 


 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]