প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

ভূমিকম্প বিধ্বস্ত নেপালের মানুষের পাশে জাপান প্রবাসীরা

 

 

কমিউনিটি রিপোর্ট ।। জুন ৮, ২০১৫ ।।

প্রাকৃতিক বিপর্যয়ে যখনই বাংলাদেশ আক্রান্ত হয় তখনই স্বদেশের দুর্গত মানুষদের জন্যে কিছু একটা করতে মরিয়া হয়ে ওঠেন প্রবাসীরা। অতীতে আইলা বিপর্যয়ের পর জাপান প্রবাসীরা দলমত নির্বিশেষে এক হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। নানা ভাবে অর্থ সংগ্রহ করে সংগৃহীত অনুদান দূতাবাসের মাধ্যমে দেশে পাঠিয়েছেন।

শুধু নিজের দেশেই নয় ভূমিকম্প বিপর্যস্ত নেপালের পাশেও জাপান প্রবাসীরা বরাবরের মতই সাহায্য ও সহযোগিতার হাত প্রসারিত করেন

গত ১১ মে জাপান প্রবাসীদের বেশ ক'জন টোকিওর কিতা-কু'র কামিনাকাজাতো কুমিন সেন্টারে সমবেত হন এবং ৩১ মে কনসার্টের মাধ্যমে নগদ অর্থ সংগ্রহ করে বাংলাদেশ দূতাবাসের সহযোগীতায় জাপানস্থ নেপাল দূতাবাসে সরাসরি সেই অনুদান হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়।

জরুরি সেই সভায় উপস্থিত ছিলেন কাজী মাহফুজুল হক লাল, মীর রেজাউল করিম রেজা, ছালেহ মোঃ আরিফ, কাজী ইনসানুল হক, জুয়েল আহসান কামরুল, জাকির হোসেন জোয়ার্দার, খন্দকার আসলাম হীরা, আব্দুর রহমান খান, কাজী আজগর হোসেন সানি, বিমান পোদ্দার, সুখেন ব্রম্ম, জাহিদ চৌধুরি, নাসিমুস নাসিমুস সালেহীন, মোল্লা ওয়াহিদ, নূর হোসেন রনি প্রমুখ।
 


গত ৩১ মে ওজি হোকতোপিয়া হলে কনসার্টের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়। জাপান প্রবাসীদের প্রিয় "উত্তরণ" ও "স্বরলিপি" সহ জাপান প্রবাসীরা সেই সংগীত সন্ধ্যায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বাড়তি প্রাপ্তি ছিলো জাপান সফররত দেশের প্রখ্যাত সংগীত ব্যক্তিত্ব ইন্দ্র মোহন রাজবংশী ও দ্বীপ্ত রাজবংশীর উপস্থিতি। তাদের গাওয়া গান অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেছে। জুয়েল আহসান কামরুলের উপস্থাপনায় অনুষ্ঠানে আবৃত্তি ও আলোচনাও ছিলো।
 


সাংগঠনিক ভাবে বাংলাদেশ আওয়ামী লীগ -জাপান শাখা, বিএনপি -জাপান শাখা, মুন্সীগঞ্জ বিক্রমপুর সোসাইটি, উত্তরণ কালচারাল গ্রুপ, স্বরলিপি কালচারাল একাডেমি, বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম জাপান, সার্বজনীন পূজা কমিটি -জাপান সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও অনেকে ব্যক্তিগত ভাবে সহযোগিতা করেন।

সংগৃহীত অর্থের পরিমাণ পাঁচ লক্ষ পাঁচ হাজার পাঁচশ' ইয়েন।

গত ৩ জুন বাংলাদেশ দূতাবাসের সহযোগীতায় প্রবাসী কমিউনিটির প্রতিনিধি দল নেপাল দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূত মদন কুমার ভিট্টোরাই'র সাথে সাক্ষাৎ করে সংগৃহীত অর্থ হস্তান্তর করেন। প্রতিনিধি দলে ছিলেন- সুখেন ব্রম্ম, বাদল চাকলাদার, জুয়েল আহসান কামরুল, কাজী এনামুল হক ও রাহমান মনি। বাংলাদেশ দূতাবাসের ইকনোমিক মিনিস্টার ও বর্তমানে চার্জ দ্যা অ‌্যাফেয়ার্স জীবন রঞ্জন মজুমদার ও হেড অফ চ্যান্সারি নূরে আলম প্রবাসীদের সাথে উপস্থিত ছিলেন।

 

দূতাবাসের পক্ষে ১মসচিব(লেবার) বেবী রানী কমর্কার এই মহতী ঊদ্যোগের জন্য জাপান প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রদূতের বানী পড়ে শোনান ও নিজে একটি নেপালী ভাষায় গান গেয়ে নেপালের জনগনের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। দূতাবাসের ৩য় সচিব জোবায়েদ হোসেনও বকতব্য রাখেন।

নেপালের রাষ্ট্রদূত প্রবাসীদের এই সহায়তার জন্যে কৃতজ্ঞতা জানান এবং প্রবাসে বসেও প্রতিবেশী দেশের আর্তমানবতার সেবায় বাংলাদেশ কমিউনিটির এই উদ্যোগকে নেপাল প্রবাসীরা চিরদিনই মনে রাখবে বলে অভিমত পোষণ করেন।

 

>>নেপালের ভূমিকম্প কবলিত মানুষের পাশে জাপান প্রবাসী বাংলাদেশীরা

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]