প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

জাপান কমিউনিটির উদ্যোগে প্রবাসীদের আনন্দমুখর বৈশাখী বন ভোজন

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। নভেম্বর ৪, ২০১৬ ।।

রোববার ৩০ অক্টোবর,শীতের সকালে জাপান প্রবাসীরা এক এক করে সমবেত হচ্ছিলেন সাইতামা মিসাতো পার্কে,উদ্দেশ্য সবাই মিলে বন ভোজন উদযাপন। আবহাওয়া ততটা সুবিধা নয় তবুও জাপান কমিউনিটির আয়োজনে এই পিকনিকে দল মত নির্বিশেষে প্রবাসীরা সররিবারে সমবেত হয়েছেন।দূরদূরান্ত থেকেও অনেকে এসেছেন। পিকনিকটা আসলে উপলক্ষ, আসল উদ্দেশ্য পরিচিত জনের সাথে দেখা সাক্ষাৎ আর কূশল বিনিময়।
 

 


আগের রাতে প্রতিবারের মতো পদ্মা কোম্পানি লিঃ এর বিশাল গ্রাউন্ডে বেশ ক'জন প্রবাসীর রান্নার আয়েজন। তাদের উৎসাহ দিতে সেখানে অনেক প্রবাসীর আগমন, হৈচৈ, খোশ গল্প আর খানাপিনা।

 


সকাল দশটা থেকেই পার্কে বিশেষ স্থান নির্বাচন করে "বৈশাখী মেলা পিকনিকের" ব্যানার টানিয়ে দেয়া হলো, মেলায় আসা জাপানীদের উৎসুক চাহনি, প্রবাসীদের দল বেধে আড্ডা, ছোট ছোট বাচ্চারা মুক্ত পার্কে খেলাধূলায় দিশেহারা, মহিলাদেরও গ্রুপ আড্ডা, পাশেই জাপানীদের "ফ্লি মার্কেট" , কেউ সস্তার কেনাকাটায় ব্যস্ত,শিশু রাইড গুলোতেও ক্ষুদে ছেলে মেয়েরা খেলছে।

দূপুর থেকে খাওয়া দাওয়া।দলে দলে সবাই খাচ্ছে,সুস্বাদু খাবার আর আতিথেয়তায ক্লান্ত। একটূ জিরিয়েই গানের আসর। উত্তরনের প্রতিষ্ঠিত শিল্পীদের সাথে প্রবাসীদের কোরাস, শিশুদের বিস্কুট দৌড় প্রতিযোগিতা, মেয়েদের বালিশ ছোড়া, বড়দের ফূটবল সহ নানান আয়োজন। দিনভর বাহারী খাওয়াদাওয়া ও হৈচৈ করে পরিবার বন্ধুবান্ধব নিয়ে একটা সুন্দর গেট টুগেদার।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]